EN
  1. Home/
  2. স্বাস্থ্য

২৪ ঘণ্টায় মৃত্যু নেই ৬ বিভাগে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২৮ নভেম্বর ২০২১

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ দুজন ও নারী একজন। তিনজনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৭৮ জনে।

দেশের আটটি বিভাগের মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে দুজন ও চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়।

একইসময়ে দেশের অবশিষ্ট ছয়টি বিভাগ- রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। রোববার (২৮ নভেম্বর) পর্যন্ত মোট মৃত ২৭ হাজার ৯৭৮ জনের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯০৩ জন (৬৩ দশমিক ৯৯ শতাংশ) ও নারী রয়েছেন ১০ হাজার ৭৫ জন (৩৬ দশমিক শূণ্য ১ শতাংশ)।

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এ পর্যন্ত ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ২১১ জন এবং ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন ৮৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে পাঁচ হাজার ৬৮১ জন, রাজশাহীতে দুই হাজার ৫০ জন, খুলনায় তিন হাজার ৬০৯ জন, বরিশালে ৯৪৬ জন, সিলেটে এক হাজার ২৭০ জন এবং রংপুর বিভাগে এ পর্যন্ত মারা গেছেন এক হাজার ৩৬৭ জন।

এমইউ/এমকেআর/জেআইএম