ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

বৃক্ষ মানবের প্রথম অস্ত্রোপচার শনিবার

প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

হাতে পায়ে গাছের মত শেকড় গজানো বিরল রোগে আক্রান্ত বৃক্ষ মানব (ট্রি-ম্যান) আবুল বাজদারের দেহে শনিবার প্রথম অস্ত্রোপচার করা হবে। প্রাথমিকভাবে তার ডান হাতের দুটি আঙ্গুল (বৃদ্ধাঙ্গুলি ও তর্জনি) বের করে আনা হবে। আবুলের চিকিৎসায় গঠিত নয় সদস্যের কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কো-অর্ডিনেটর ডা. সামন্ত লাল সেন বলেন, আবুলের বিষয়টি আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ছয় সদস্যের কমিটিকে নয় সদস্যে বর্ধিত করা হয়েছে। গত সোমবার কমিটির সদস্যরা এ বিষয়ে আলোচনা করেছে। আবুলের রিপোর্ট পর্যালোচনা করা হয়েছে। তার শরীরে ক্যানসার নেই। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শনিবার বেলা ১১টার দিকে আবুলের অপারেশন শুরু হবে। প্রথমে তার ডান হাতের দুই আঙ্গুল বের করে আনা হবে। এর ফলাফলের ওপর ঠিক হবে পরবর্তী অস্ত্রোপচার প্রক্রিয়া।

আমেরিকায় আবুলের আঁচিল ও রক্তের নমুনা পাঠানোর বিষয়ে তিনি বলেন, আমেরিকার চিকিৎসকরা সেগুলো পেয়েছেন। তারা সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করছেন। রিপোর্ট পেতে সময় লাগবে। অপারেশনের পর রোগটা যেন আবুলের শরীরে পুনরায় দেখা না দেয় সেদিকে খেয়াল রাখতে এবং শনিবারের সার্জারি করার পর আরও রক্ত পাঠাতে বলেছে আমেরিকার চিকিৎসকরা।

খুলনার পাইকগাছার আবুল বাজদার (২৬) গত কয়েক বছর ধরে হাতে পায়ে গাছের মতো শেকড় গজানোর বিরল রোগে আক্রান্ত। খুলনার চিকিৎসকদের উদ্যোগে আবুলের মা ও বোন গত ৩০ জানুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করিয়েছেন। আবুল এখন ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ৫১৫ নাম্বার কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গত ৪ ফেব্রুয়ারি ঢামেক হাসপাতালে আবুলকে দেখতে এসে জানান, সরকার তার সকল চিকিৎসার খরচ বহন করবে।

একে/এমএস

আরও পড়ুন