ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

সখীপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৪ হাজার রোগী

প্রকাশিত: ০৬:৩৭ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

দেশে এ যাবৎ কালে আয়োজিত সর্ববৃহৎ ফ্রি মেডিকেল ক্যাম্পে একুশে ফেব্রুয়ারিতে প্রায় চার হাজার দরিদ্র সাধারণ এবং চিকিৎসা সুবিধাবঞ্চিত রোগী বিভিন্ন বিভাগে বিনামূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করেছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াও এসব রোগীদের প্রয়োজনীয় ল্যাব টেস্ট এবং ওষুধপত্র বিনামূল্যে বিতরণ করা হয়।

ভাষা শহীদদের স্মরণে নিয়মিত বাৎসরিক কর্মসূচির অংশ হিসেবে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) এ কর্মসূচির আয়োজন করে। টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতিবান্ধা গ্রামের তালিম ঘর প্রাঙ্গণে বিগত এক যুগের ধারাবাহিকতায় এবারও দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বাস্থ্য শিক্ষামেলার আয়োজন করা হয়।

দেশের শীর্ষস্থানীয় কিডনি বিশেষজ্ঞ এবং ক্যাম্পস এর চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ সামাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে `সুস্থতা ও দীর্ঘায়ু লাভে লাইফ স্টাইল পরিবর্তন করুন`  শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের কিডনি, হার্ট, গ্যাস্ট্র এন্ট্রোলজি, গাইনি, অর্থোপেডিক, ডায়াবেটিস, নাক-কান-গলা, মেডিসিন, ডেন্টাল, বাতব্যাথা প্যারালাইসিসসহ সকল বিভাগে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও ৩শ`র অধিক চক্ষু রোগীদের চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এরপর প্রয়োজনীয় রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, রক্তের ক্রিয়েটিনিন পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, আলট্রাসনোগ্রাম ও ইসিজি বিনামূল্যে সম্পন্ন করা হয়।

`ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প` আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও ক্যাম্পের নিয়মিত প্রকাশনা `প্রয়াস ১২` এর মোড়ক উন্মোচন করেন ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন।

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শওকত শিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক মো. আব্দুল মালেক মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় কিডনি বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ক্যাম্পসের সভাপতি ও ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের চিফ কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ সামাদ।

সভায় মূখ্য আলোচক বিশিষ্ট কিডনী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ সামাদ বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই ক্যাম্পস গত ১২ বছর ধরে দরিদ্রদের মাঝে এই স্বাস্থ্য সেবা প্রদানের আয়োজন করে থাকে।

FREE-MEDICAL-CAMP
তিনি বলেন, বাংলাদেশে প্রায় দুই কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগে আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় মারা যাচ্ছেন পাঁচজন লোক। সাধারনত ৭৫ ভাগ কিডনি নষ্ট হওয়ার আগে রোগী বুঝতেই পারেন না যে, তিনি ঘাতক ব্যধিতে আক্রান্ত। কিডনি যখন বিকল হয়ে যায় তখন বেঁচে থাকার একমাত্র উপায় ডায়ালাইসিস অথবা কিডনি সংযোজন। তাই কিডনি সম্পর্ক জনসচেতনতা সৃষ্টি করতে প্রাথমিক অবস্থায় কিডনি রোগের কারণ ও কিডনি রোগ শনাক্ত করে কিডনি বিকল রোগীদের চিকিৎসা প্রদানের লক্ষ্যেই গঠন করা হয় ক্যাম্পস।

অধ্যাপক সামাদ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিচালিত কার্যক্রমের মধ্যে এ পর্যন্ত শুধু ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রায় ৬৫ হাজারেরও অধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও প্রায় দুই হাজার বৃদ্ধা মা ও বোনদের বিনামূল্যে চোখের ছানী অপারেশন করা হয়।        

অন্যদিকে, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত আছে। তিনি মনে করেন, জাতীয় দিবসে স্বাস্থ্য সেবা এসব বঞ্চিত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ায় অসহায় মানুষগুলো যেমন উপকৃত হচ্ছেন অন্যদিকে, যারা ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের আত্মা পরিতৃপ্ত হবে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎকদের মধ্যে ছিলেন, ঢাকা মেডিকেল কলেজের গ্যাস্ট্রএন্ট্রোলজি বিভাগের প্রধান, অধ্যাপক ডা. ফারুক আহমেদ, ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থোপেডিক সার্জারি বিভাগ, অধ্যাপক ডা. এম. আমজাদ হোসেন, এছাড়াও অধ্যাপক ডা. আফজালুন্নেসা চৌধুরী, ডা. কাজী শাহনুর আলম, অধ্যাপক ডা. এম. মইনুল হাফিজ প্রমূখ।

ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্পের আলোচনা অনুষ্ঠানে ক্যাম্পসের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান সালেহীন স্বাস্থ্য মেলায় আগত সকলকে ধন্যবাদ জানান।

এমজেড/এআরএস/এবিএস