ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

আইসিডিডিআর,বি

ডা. আসমা ইসলাম স্মৃতি স্বর্ণপদক পেলেন মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩

চিকিৎসা সেবায় কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ডা. আসমা ইসলাম স্মৃতি স্বর্ণপদক পেয়েছেন আইসিডিডিআর,বির সিনিয়র স্টাফ নার্স মো. মনিরুজ্জামান।

পুরস্কার প্রদানের মানদণ্ডের মধ্যে উল্লেখযোগ্য ছিল রোগীর সেবা, রোগী এবং সহকর্মীদের প্রতি আচরণ ও মনোভাব, চিকিৎসা সরঞ্জাম পরিচালনায় দক্ষতা এবং ডায়রিয়ার প্রাদুর্ভাবকালীন দৃঢ়তার সঙ্গে কাজ করা।

রোববার (১২ ফেব্রুয়ারি) মহাখালীর উদরাময় গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বির সাসাকাওয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পদক তুলে দেয়া হয়। ২০০৯ থেকে প্রদান করা হয় পুরস্কারটি।

আরও পড়ুন: ডায়রিয়া নিয়ে সবাই ছুটছে আইসিডিডিআর,বিতে: পথেই মৃত্যু ২৫ জনের

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিডিডিআর,বির সাবেক গবেষক ও হেলথ অ্যান্ড নিউট্রিশন ফাউন্ডেশনের সভাপতি ডা. রুখসানা হায়দার। আইসিডিডিআর,বি হাসপাতাল প্রধান ডা. বাহারুল ইসলাম ও প্রতিষ্ঠানিটির অন্য কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

এছাড়া একই অনুষ্ঠানে আইসিডিডিআর,বি আরও সাতজন কর্মীকে উল্লেখযোগ্য অবদানের জন্য ক্রেস্ট প্রদান করে।

এএএম/এমএইচআর/জেআইএম