ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

কিডনি রোগ প্রতিরোধে প্রচারাভিযান শুরু

প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০৮ মার্চ ২০১৬

কিডনি রোগে শিশু এবং প্রাথমিক অবস্থায় এর প্রতিরোধ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ১০ মার্চ (বৃস্পতিবার) বিশ্ব কিডনি দিবস পালিত হবে। দিবসটিকে সামনে রেখে কিডনি রোগের প্রতিকারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেভ লাইফ ফাউন্ডেশন ও গিফট লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে এক প্রচারাভিযান শুরু হয়েছে। দেশে বর্তমানে প্রায় ২ কোটি কিডনি রোগী রয়েছে।

সেভ লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গিফট লাইফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. সোহেলী আহমেদ সুইটি বলেন, আমরা কিডনি রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচারাভিযান শুরু করেছি। এ লক্ষ্যে ঢাকার কিছু খ্যাতনামা স্কুলের শিক্ষার্থীর কাছে কিডনি রোগের সচেতনতা সম্পর্কিত সতর্কতা বার্তা প্রেরণ করা হবে।
এর পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের কিছু শিক্ষা প্রতিষ্ঠানকেও এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, আমাদের কিডনি রোগ প্রতিরোধের বছরব্যাপী সচেতনতা কার্যক্রম ২০ জানুয়ারি লেক সার্কাস গার্লস হাইস্কুলে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যদিয়ে শুরু হয়েছে। এই প্রচারাভিযানের অংশ হিসেবে ১৩ ফেব্রুয়ারি হাতিরঝিল এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের ফুলকুড়ি স্কুলে দ্বিতীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এরপর ২১ ফেব্রুয়ারি অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উত্তরার ল্যাবএইড হাসপাতালে বিনামূল্যে কিডনি পরীক্ষা ক্যাম্প স্থাপন করা হয়।

দিবসটি উপলক্ষে ১০ মার্চ সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক র্যালি বের করা হবে। র্যালি শেষে অপরাজেয় বাংলা চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় অধ্যাপক প্রফেসর এম আর খান, বাংলাদেশ ডায়াবেটিকস সমিতির সভাপতি ডা. এ কে আজাদ খান, বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. হারুন-উর-রশিদ, প্রফেসর ডা. অরূপ রতন চৌধুরী প্রমুখ অংশ নেবেন।

একে/এবিএস