ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাচ্ছেন স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তারা

প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১০ মার্চ ২০১৬

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/সার্ভিসের কর্মকর্তাদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে পারসোনাল চিকিৎসক কর্মকর্তাদের পারসোনাল ডেটা সিট (পিডিএস) হালনাগাদ করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পারসোনাল শাখা-১ অধিশাখার উপসচিব মইনউদ্দিন আহমদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, সহকারী অধ্যাপকের ফিডার পদে কর্মরত (সহকারী সার্জন, মেডিকেল অফিসার/সমমানের, ডেন্টাল সার্জন বা সমমানের পদ, প্রভাষক, সহকারী অধ্যাপক (চলতি দায়িত্ব), জুনিয়র কনসালটেন্ট (নিয়মিত ও চলতি দায়িত্ব), সিনিয়র কনসালটেন্ট (চলতি দায়িত্ব)  স্ব স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য অধিদফতরের মানবসম্পদ উন্নয়নে (এইচআরএম)  পিডিএস হালনাগাদ করতে পারবেন।

সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য বিসিএস রিক্রুটমেন্ট রুলস্ ১৯৮১ অনুসারে ফিডার পদে পাঁচ বছরের অভিজ্ঞতা, চাকরিতে স্থায়ীকরণ, সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা/গ্রাজুয়েট ডিগ্রি, সন্তোষজনক  চাকরিকাল ও গত পাঁচ বছরের এসিআর থাকতে হবে বলে উল্লেখ করা হয়।

এমইউ/একে/পিআর