যুক্তরাষ্ট্রে নিখোঁজ প্লেনের ধ্বংসাবশেষের সন্ধান, বেঁচে নেই কেউ
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে ১০ জনকে নিয়ে নিখোঁজ হওয়া ছোট প্লেনটির ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। তবে দুর্ঘটনার সময় প্লেনে থাকা কেউ বেঁচে নেই। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
আলাস্কায় মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৮৮৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে নোমের কাছে প্লেনটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।
কোস্টগার্ডের মুখপাত্র মাইক সালেরনো বলেছেন, তাদের দুইজন কর্মী ধ্বংসস্তূপের কাছাকাছি পৌঁছে তিনটি মরদেহ দেখতে পেয়েছে। এই দুর্ঘটনা থেকে কেউ বেঁচে গেছেন বলে তার মনে হয় না।
আলাস্কার গভর্নর মাইক ডানলেভি বলেছেন, তিনি ও তার স্ত্রীর অত্যন্ত মর্মাহত।
ডানলেভি এক এক্স বার্তায় বলেছেন, শোকাহত পরিবার ও বন্ধদের প্রতি আমাদের প্রার্থনা।
তিনি বলেন, অনুসন্ধান দলগুলোর কাছে কৃতজ্ঞ যারা প্লেনটি শনাক্ত করতে অক্লান্ত পরিশ্রম করেছে।
আলাস্কার প্রতিনিধিত্বকারী সিনেটর লিসা মুরকোস্কিও দুঃখ প্রকাশ করেছেন।
সূত্র: এপি
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘জেলেনস্কির প্রতি ইউরোপীয় নেতাদের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে’
- ২ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত গাজার জনজীবন, ভবন ধসে নারীর মৃত্যু
- ৩ ভিসাকেন্দ্র বন্ধ, ধুঁকছেন কলকাতার নিউমার্কেটের ব্যবসায়ীরা
- ৪ ইসরায়েলের স্বীকৃতি নিয়ে ২১ আরব-আফ্রিকান দেশের নিন্দা-প্রত্যাখ্যান
- ৫ হামাসকে অর্থায়নের অভিযোগে ইতালিতে গ্রেফতার ৯, জব্দ ৮ মিলিয়ন ইউরো