গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৮ হাজার ছাড়িয়ে গেছে

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার অবরুদ্ধ এই উপত্যকার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনাদের আগ্রাসনে সেখানে এখন পর্যন্ত ৪৮ হাজার ১৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে। খবর আল জাজিরার।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। গত ১৯ জানুয়ারি ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। হামাস এরই মধ্যে বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং ইসরায়েলও শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।
ইসরায়েলি হামলার শুরু থেকে এখন পর্যন্ত গাজায় ১ লাখ ১১ হাজার ৬৩৮ ফিলিস্তিনি আহত হয়েছে।
যুদ্ধবিরতি শুরু হওয়ায় দলে দলে ফিলিস্তিনিরা নিজেদের বাড়ি-ঘরে ফিরছে। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও অনেক মৃতদেহ উদ্ধার করা হচ্ছে।
যুদ্ধবিরতির পঞ্চম দফায় ইসরায়েলের তিন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অপরদিকে ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এর মধ্যে কমপক্ষে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- আরও পড়ুন:
- হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দিবিনিময়, ছাড়া পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি
- সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললেন নেতানিয়াহু
- গাজাবাসীকে সরিয়ে নিতে ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ
এদিকে গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস সেখানে মৃত্যুর সংখ্যা কমপক্ষে ৬১ হাজার ৭০৯ বলে জানিয়েছে। নিখোঁজ হওয়া হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মৃত্যুবরণ করেছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
টিটিএন