ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তাইওয়ানের আকাশে ফের চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

ফের স্বায়ত্তশাসিত তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ করেছে চীনের সামরিক বিমান। তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কানাডিয়ান যুদ্ধজাহাজ স্পর্শকাতর তাইওয়ান প্রণালী দিয়ে যাওয়ার সময় তাইওয়ান দ্বীপের কাছে ২৪টি চীনা সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করেছে। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের বেশ কিছু যুদ্ধবিমান এবং ড্রোন তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে। স্থানীয় সময় রোববার (১৬ ফেব্রুয়ারি) তাইওয়ানের চারপাশে চীনের সামরিক জাহাজের পাশাপাশি ‘যৌথ সামরিক’ টহল দিতে দেখা গেছে।

তাইওয়ান নিজেদের স্বাধীন দ্বীপ মনে করলেও চীন বরাবরই একে তাদের মূল ভূখণ্ডের অংশ বলেই মনে করে। প্রায়ই তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে চীনা সামরিক বিমান। যদিও সরাসরি কখনও কোনো সামরিক অভিযানে তারা অংশ নেয়নি। কিন্তু এটা তাইওয়ানের জন্য বড় ধরনের একটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই দ্বীপ রাষ্ট্রের আকাশসীমায় ৪৮ ঘণ্টার মধ্যে ৬২টি চীনা সামরিক বিমানকে অনুপ্রবেশ করতে দেখা গেছে।

এর আগে গত ডিসেম্বরে এই দ্বীপ রাষ্ট্রের চারপাশে ১৬টি চীনা যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়েছে। বেইজিং তাইপেইয়ের ওপর সামরিক চাপ জোরদার করেছে বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়া গত বছরের জুলাই মাসে তাইওয়ানের আকাশসীমায় চীনের ৬৬টি সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়। ওই ঘটনার একদিন আগেই তাইওয়ানের কাছাকাছি সামরিক মহড়াও চালিয়েছে বেইজিং।

টিটিএন