সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
আওয়ামী লীগ সমর্থকদের ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার অনুরোধ শুভেন্দুর
আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে কলকাতায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
বাংলাদেশি পর্যটকের অভাবে বন্ধ হতে চলেছে কলকাতার হোটেলগুলো
কিড স্ট্রিট, রয়েড স্ট্রিট, সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কলিন লেন, টটি লেন, মারকুইস স্ট্রিটসহ নিউমার্কেট এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১২০টি থাকার হোটেল রয়েছে। এ অঞ্চলের বেশিরভাগ ব্যবসা নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর। কিন্তু প্রতিবেশী দেশে রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে ‘মিনি বাংলাদেশ’ নামে খ্যাত কলকাতার নিউমার্কেট এলাকায়।
মোদীর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় গণমাধ্যমের ওয়েবসাইট বন্ধ, সমালোচনার ঝড়
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে বসে রয়েছেন হাত-পায়ে শিকল পরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি এমন একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করেছিল তামিল গণমাধ্যম বিকাতানের ওয়েবসাইট। এর পরপরই সেটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ব্যঙ্গচিত্রটি নিয়ে আপত্তি জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইটটি বন্ধ হওয়ার ঘটনা ঘটে।
ভারতের অর্থনীতি চাঙা করতে মোদীর সামনে যেসব চ্যালেঞ্জ
প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট বলছে, সাময়িক ধীরগতি পার করছে ভারতের অর্থনীতি। ২০২৩ সালের শেষদিকে ভারতের কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই) বাণিজ্যিক ব্যাংকগুলোর অতিরিক্ত ঋণ প্রদানে বিধিনিষেধ আরোপ করে। এরপর থেকেই মূলত দেশটির অর্থনীতিতে ধীরগতি আসে। ফেব্রুয়ারির ৩ তারিখ রুপির মূল্য ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যায়।
ইউএসএআইডিকে ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি বললেন মোদীর উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সরকারি সাহায্য সংস্থা ইউএসএআইডিকে মানব ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে আখ্যা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল। তিনি আরও বলেছেন, আমি জানতে আগ্রহী যে ভারত, বাংলাদেশ ও নেপালে ইউএসএআইডির এই অর্থ কারা পেয়েছে।
সাতসকালে ভূমিকম্পে কাঁপলো দিল্লি
ভোরের আলো ফুটতে না ফুটতেই ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টা ৩৬ মিনিটে কেঁপে ওঠে ভারতের রাজধানী ও এর আশপাশের এলাকা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। লোকজন ছুটোছুটি করে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
ট্রাম্পের অভিবাসী বহিষ্কারে কাজের চেয়ে আওয়াজ বেশি
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার তিনদিন পর যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) নিউ জার্সির নিউয়ার্ক শহরের আয়রনবাউন্ড জেলায় অবস্থিত ওশান সিফুড গুরমে মার্কেট অ্যান্ড ডিপোতে অভিযান চালায়। কর্মকর্তারা সেখানে কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন। ওই অভিযানে তিনজনকে আটক করা হয়। যদিও কর্মকর্তাদের কাছে আদালতের কোনো ওয়ারেন্ট ছিল কি না, তা স্পষ্ট নয়।
ইউক্রেন ইস্যুতে ঐক্যবদ্ধ হতে পারবে ইউরোপীয় দেশগুলো?
ইউরোপের নেতারা বেশ বড় ধরনের ধাক্কার মুখে পড়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্যারিসে তাদের পক্ষ থেকে অনেকটা তাড়াহুড়ো করে ডাকা নিরাপত্তা সম্মেলন অন্তত সেটাই প্রমাণ করে। ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনায় যুক্তরাষ্ট্র যে তাদের বাইরে রেখেছে, সেটা হয়তো তারা এখনো পুরোপুরি মেনে নিতে পারছেন না।
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় ইউরোপকে আমন্ত্রণের দরকার নেই: রাশিয়া
ল্যাভরভ বলেন, আমি জানি না, তারা (ইউরোপীয় দেশগুলো) আলোচনার টেবিলে কী করবে। যদি তারা শুধুমাত্র যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নতুন কোনো কৌশল প্রস্তাব করতে আসে, তবে তাদের আমন্ত্রণের কোনো প্রয়োজন নেই।
সৌদিতে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি
সৌদিতে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত এ পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এসময়ে রিয়াদ, হাইল, আল কাসিম, পূর্বাঞ্চল, উত্তর সীমান্ত, মক্কা ও মদিনা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এসএএইচ/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ জানুয়ারি ২০২৬
- ২ বিশ্বজুড়ে যুদ্ধের দামামা বাজিয়েও নোবেল শান্তি পুরস্কার চান ট্রাম্প
- ৩ ইরানে বিক্ষোভকারীদের উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করলো বিপ্লবী গার্ডস
- ৪ ভারতে গোবর-গোমূত্রে ক্যানসার নিরাময়ের চিন্তা, গবেষণার আগেই গায়েব প্রকল্পের টাকা
- ৫ ইরানে ‘ভেনেজুয়েলা-ধাঁচের’ ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী