ইন্দোনেশিয়ায় রমজান ও ঈদে প্লেন ভাড়া-টোল ফি কমানোর নির্দেশ
বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া। ফাইল ছবি: এএফপি
ইন্দোনেশিয়ায় অভ্যন্তরীণ প্লেন ভাড়া এবং গুরুত্বপূর্ণ কিছু মহাসড়কে টোল ফি কমানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সময় এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়ায় গত শনিবার থেকে রমজান পালন শুরু হয়েছে। পবিত্র মাস এবং ঈদ উৎসবের সঙ্গে ‘মুদিক’ নামে পরিচিত এক বিশেষ প্রথা জড়িয়ে আছে, যখন লাখ লাখ মানুষ নিজ গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যান।
আরও পড়ুন>>
- রমজানে আমিরাতে ব্যাপক ছাড়, অর্ধেক দামে ১০ হাজার পণ্য
- রমজানে গাজায় পণ্য প্রবেশ বন্ধ করে ইসরায়েলের ‘ব্ল্যাকমেইল’
ঈদের আগে রাজধানী জাকার্তা ও বন্দরনগরী সুরাবায়ার মতো বড় শহরগুলো থেকে বিপুলসংখ্যক মানুষ ট্রেন, প্লেন ও ব্যক্তিগত গাড়িতে যাত্রা করেন। এতে ট্রেন স্টেশন ও বিমানবন্দরগুলোর পাশাপাশি মহাসড়কগুলোতে প্রচণ্ড যানজট তৈরি হয়।
প্রাবোয়ো জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের জন্য অভ্যন্তরীণ প্লেন ভাড়া কমানো হবে। এছাড়া ঈদুল ফিতর এবং বালির ‘নিয়েপি’ বা নীরবতার দিবস উপলক্ষে কয়েকটি প্রধান মহাসড়কের টোল ফি কমানো হবে।
সরকারের এ উদ্যোগের লক্ষ্য হলো মুদিক প্রক্রিয়াকে স্বাচ্ছন্দ্যময় করা এবং মুসলিম জনগোষ্ঠীকে রোজা রাখা ও ঈদ উদযাপনে সহযোগিতা করা।
সূত্র: শিনহুয়া
কেএএ/
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এআই ভিডিওতে ‘বিশ্বসেরা’, ইউটিউব চ্যানেলে বছরে আয় ৩৮ কোটি রুপি
- ২ পশ্চিমবঙ্গের সীমান্ত সিল করবে বিজেপি: অমিত শাহ
- ৩ সালমান খানের ‘ব্যাটেল অব গালওয়ান’ নিয়ে চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
- ৪ ২০২৫ সালে এআই বিপ্লব: যেসব কাজে বদলে দিলো বিশ্ব
- ৫ ইরানে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার