বাশার আল-আসাদের পতন
সিরিয়ায় ফিরেছে ৩ লাখের বেশি শরণার্থী
ছবি: এএফপি (ফাইল)
প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করার পর থেকে ৩ লাখেরও বেশি শরণার্থী সিরিয়ায় ফিরে এসেছে। শুক্রবার (৭ মার্চ) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।
দামেস্ক থেকে এক ভিডিও লিঙ্কের মাধ্যমে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সেলিন স্মিট জেনেভায় সাংবাদিকদের বলেন, গত ৮ ডিসেম্বরের পর এখন পর্যন্ত তিন লাখের বেশি মানুষ ফিরে এসেছে।
বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, আসাদকে উৎখাত করার পর তুরস্ক থেকে এক লাখ ৩৩ হাজারেরও বেশি সিরীয় নিজ দেশে ফিরেছেন।
আরও পড়ুন>
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর তুরস্কে প্রায় ত্রিশ লাখ শরণার্থী আশ্রয় নেয়। তারা এখন দেশে ফিরে যেতে আগ্রহী।
ডিসেম্বরের শুরুতে বিদ্রোহীদের আক্রমণে বাশার আল-আসাদ ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। অবসান ঘটে কয়েক দশকের স্বৈরতান্ত্রিক শাসনের।
সিরিয়ার যুদ্ধে পাঁচ লাখেরও বেশি মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি থেকে বাস্তুচ্যুত হয়েছেন।
স্মিট বলেন, এটি বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি সংকট হিসেবে রয়ে গেছে। যুদ্ধ থেকে পালিয়ে আসা বেশিরভাগ মানুষ তাদের বাড়িতে ফিরে যেতে আগ্রহী।
তিনি বলেন, ফিরে আসা শরণার্থীদের পাশাপাশি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত আরও নয় লাখ তাদের নিজ এলাকায় ফিরে গেছেন।
তিনি আরও বলেন, উত্তর-পশ্চিম সিরিয়ার শিবির ও স্থানগুলোতে বসবাসকারী প্রায় দশ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ আগামী বছরের মধ্যে নিজ বাড়িতে ফিরে যেতে চান।
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র মহড়া, মধ্যপ্রাচ্যে উত্তেজনা
- ২ ভিসাসেবা বন্ধের জটিলতায় বিপাকে বিশ্বভারতীর বাংলাদেশি শিক্ষার্থীরা
- ৩ যুক্তরাজ্যে মানবপাচারের অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেফতার
- ৪ আশ্রয়প্রার্থীদের মামলা শুনানি ছাড়াই বাতিল করতে চায় যুক্তরাষ্ট্র
- ৫ ইসরায়েলে সেনাবাহিনীর রেডিও স্টেশন বন্ধের সিদ্ধান্ত