ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মোদি-নাদেলা বৈঠক

প্রকাশিত: ০৫:১১ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন মার্কিন শীর্ষ সফটওয়্যার নির্মাতা কোম্পানি  মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা। এ সময় নাদেলা ভারত সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া’ পদক্ষেপ বাস্তবায়নে মাইক্রোসফটের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।   

ভারতীয় বংশোদ্ভূত নাদেলা প্রধানমন্ত্রী মোদির পাশাপাশি অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং টেলিযোগাযোগমন্ত্রী রবি শংকর প্রসাদের সঙ্গেও দেখা করেন। এর আগে মার্কিন শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজস এবং শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান  নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।   
 
সাম্প্রতিক সময়ে ভারতের প্রযুক্তি খাত প্রসার লাভ করেছে উল্লেখযোগ্য হারে। ফলে মার্কিন একাধিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান দেশটির সংশ্লিষ্ট খাতে তাদের ব্যবসা সম্প্রসারণ করছে। বিপুল জনসংখ্যার দেশ হওয়ায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের বিনিয়োগ বাড়াচ্ছে ভারতে, যা দেশটির বাজারে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যবসা সংহত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।