বিমান নিখোঁজ : যাত্রীদের জাতীয়তা প্রকাশ
ইন্দোনেশিয়ার থেকে সিঙ্গাপুরগামী নিখোঁজ বিমানে থাকা যাত্রীদের জাতীয়তা প্রকাশ করা হয়েছে। বিমানে থাকা ৭ ক্রু ছাড়া ১৫৫ যাত্রীর মধ্যে ১৪৯ জনই ইন্দোনেশিয়ান নাগরিক বলে জানা গেছে। বাকি ছয়জনের মধ্যে একজন ব্রিটিশ, একজন মালয়েশিয়ান ও তিনজন কোরিয়ান। কোরিয়ান তিনজনের মধ্যে একজন নবজাতকও রয়েছে।
ইন্দোনেশিয়ার স্থানীয় মেট্রো টিভির খবরে বলা হয়, ভোর ৫টা ২০ মিনিটে সুরাবায়া থেকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের উদ্দেশে উড়াল দেয় কিউজেড ৮৫০১ ফ্লাইটটি। ফ্লাইটটি স্থানীয় সময় ৮টা ৩০ মিনিটে গন্তব্যে পৌঁছানোর কথা থাকলও তা পৌছায় নি।
ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী হাদি মুস্তাফা জানান, উড়াল দেওয়ার ঘণ্টা দেড়েকের মধ্যেই জাকার্তা এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে এয়ার এশিয়ার এয়ারবাস ৩২০-২০০। বিমানটি কালিমানতান ও বেলিতুং দ্বীপের মাঝামাঝি এলাকা থেকে যোগাযোগ হারিয়ে ফেলেছে বলে মনে করা হচ্ছে।
মন্ত্রী জানান, নিখোঁজ হওয়ার আগে বিমানটিকে অস্বাভাবিকভাবে রুট পরিবর্তনের কথা বলা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে।
ফ্লাইটটি নিখোঁজ থাকার সত্যতা নিশ্চিত করে এয়ার এশিয়ার পক্ষ থেকে বলা হয়, বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকে তারা এখন পর্যন্ত যাত্রী বা ক্রুদের ব্যাপারে কোনো তথ্য জানেন না, তবে কোনো কিছু জানতে পারলেই সকলকে জানানো হবে।