নাইজারে পৃথক জঙ্গি হামলায় ১৩ সেনা নিহত
ফাইল ছবি/ আফ্রিকা নিউজ
নাইজারে পৃথক জঙ্গি হামলার ঘটনায় কমপক্ষে ১৩ সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
সেনাবাহিনী এক অপারেশন বুলেটিনে জানিয়েছে, প্রথম হামলার ঘটনা ঘটেছে পশ্চিম তিলাবেরি অঞ্চলের একটি সোনার খনির কাছেই। সেখানে জঙ্গি গোষ্ঠী ইসলাসিক স্টেটের সদস্যদের সঙ্গে লড়াইয়ে ৯ সেনা সদস্য প্রাণ হারান।
সামরিক বাহিনীর ওই বিবৃতিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ প্রায় ১০০টি মোটরসাইকেলে করে বুরকিনা ফাসো সীমান্তের ওপার থেকে আসা জঙ্গিরা হামলা চালায়।
নাইজারের পক্ষ থেকে বলা হয়েছে, সে সময় আক্রমণ দমনের জন্য প্রতিবেশী দেশগুলো বিমান ও স্থল অভিযানে সহযোগিতা করেছে। এতে ৫৫ জঙ্গি নিহত হয়। এছাড়া সাত নাইজেরিয়ান সৈন্যও আহত হয়।
দুই দিন পর সাহেল দেশটির অন্য প্রান্তে একটি সেনা পোস্টে প্রায় ৩০০ জঙ্গির একটি দল আক্রমণ চালায়। পরে তাদের বোকো হারামের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়।
সামরিক বাহিনী জানিয়েছে, হামলাকারীরা সেখানে বিস্ফোরণ ঘটায়। এতে চার সেনা সদস্য নিহত হয়। স্থলবেষ্টিত নাইজার বর্তমানে জান্তা সরকারের অধীনে চলছে। ২০২৩ সালের জুলাই মাসে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং খনি ও তেল সম্পদ থেকে রাজস্ব সুরক্ষিত করার প্রতিশ্রুতি দিয়েছিল জান্তা।
কিন্তু আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইড জানিয়েছে, দেশটিতে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি, গণতান্ত্রিক পশ্চাদপসরণ, নাগরিক স্বাধীনতার সীমাবদ্ধতা এবং নিষেধাজ্ঞার কারণে গুরুতর আর্থ-সামাজিক নেতিবাচক পরিণতিসহ অস্থিরতা বিশৃঙ্খল পরিস্থিতি অব্যাহত রয়েছে।
টিটিএন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের জন্য বস্তা-বাক্স ভরে আসছে টাকা
- ২ নেটফ্লিক্সকে টপকে অবিশ্বাস্য দাম হাঁকালো প্যারামাউন্ট-স্কাইড্যান্স
- ৩ নাগরিকদের চীন ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
- ৪ জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন প্রদেশে সুনামি সতর্কতা
- ৫ ইউরোপের ২৯ দেশে বেড়েছে সাইবার বুলিং, নিরাপত্তা নিয়ে উদ্বেগ