ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

১৭ শিশু ছিল এয়ার এশিয়ায়

প্রকাশিত: ০৮:২১ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হওয়া এয়ার এশিয়ার এ৩২০-২০০ এয়ারবাসটিতে ১৭ শিশু ছিল। এর মধ্যে একজনের বয়স ৭ বছরের নিচে।

সুরাবিয়া শহর থেকে রবিবার সকালে রওয়ানা হওয়া বিমানটিতে যাত্রী ছিল ১৫৫ জন। দুই বিমানচালক ও পাঁচ কেবিন ক্রুসহ মোট আরোহীর সংখ্যা ছিল ১৬২ জন।

এয়ার এশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, কিউজেড-৮৫০১ ফ্লাইটটিতে মোট আরোহীর ১৫৬ জন ইন্দোনেশীয়, তিনজন দক্ষিণ কোরীয় এবং একজন করে ফ্রেঞ্চ, মালয়েশীয় ও সিঙ্গাপুরী নাগরিক রয়েছেন।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের এয়ার ট্রান্সপোর্টেশন বিভাগের প্রধান জোকো মারিও এতমোজদো জানান, বর্নীয় দ্বীপের পশ্চিম কালিমান্তানের পন্তিয়ানাক শহর ও তানজুং পান্দান বন্দরের মাঝামাঝি স্থানে থাকা অবস্থায় যাত্রীবাহী বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

তিনি বলেন, বিমানটি ভূ-পৃষ্ঠ থেকে ৩২ হাজার ফুট উপর দিয়ে উড়ছিল। মেঘ এড়ানোর জন্য এটিকে ৩৮ হাজার ফুট উঁচু দিয়ে উড়ার নির্দেশনা দেওয়া হয়। মালয়েশিয়াভিত্তিক এয়ার এশিয়া এয়ারলাইন্সের ৪৯ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে ইন্দোনেশিয়ার। - বিবিসি