ভারত-পাকিস্তান উত্তেজনা
কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় ফের গুরুত্ব পাচ্ছে বাংকার নির্মাণ
ভারত শাসিত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে শেষ গ্রাম তিলাওয়ারিতে পারিবারিক বাঙ্কারের উপরে গবাদি পশুর জন্য ঘাস শুকানোর কাজ করছেন এক নারী/ ছবি: এএফপি
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে বহু বছর পর জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাগুলোতে আবারও বাংকার নির্মাণের দাবি জোরালো হয়ে উঠেছে। সম্প্রতি পাকিস্তানের ব্যাপক গোলাবর্ষণে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পর এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
বুধবার (১৪ মে) বারামুলা জেলার উরি সফরের সময় তিনি সাংবাদিকদের জানান, অনেক বছর ধরে আমরা বাংকারের প্রয়োজন অনুভব করিনি। এখন মানুষ ব্যক্তিগত বাংকার চাচ্ছেন, শুধু কমিউনিটি বাংকার নয়। পাকিস্তানের গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি এলাকায় আমরা বাংকার নির্মাণ করব।
তিনি আরও বলেন, উরি, তাংধার, রাজৌরি ও পুঞ্চ- সব জায়গায় একই রকম পরিস্থিতি। দুই থেকে তিন দিন ধরে আমাদের বেসামরিক এলাকাগুলোতে হামলা হয়েছে। এমনকি, মনে হচ্ছে হামলার উদ্দেশ্য ছিল, বেশি সংখ্যক নিরীহ মানুষ আক্রান্ত হয়। এখন যুদ্ধবিরতি চলছে, সীমান্তে শান্তি ফিরে এসেছে। আমরা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছি ও সেই ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে।
জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব অতল দুল্লু জানান, গোলাবর্ষণে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ প্রদান ও নতুন বাংকার নির্মাণে প্রশাসন কাজ করছে। অনেক মানুষ আহত হয়েছেন, অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের জন্য আরও বাংকার নির্মাণ করব।
সাম্প্রতিক উত্তেজনা শুরু হয় ভারতের ‘অপারেশন সিঁদুরের’ প্রতিক্রিয়ায় পাকিস্তানের গোলাবর্ষণের মধ্য দিয়ে। ৭ মে চালানো এই অপারেশনটি ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহতের প্রতিশোধ হিসেবে চালানো হয়। ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এর জবাবে পাকিস্তান সীমান্তবর্তী বেসামরিক এলাকাগুলোতে গোলাবর্ষণ করে। পরবর্তীতে ১০ মে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসে।
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, আমি প্রথম দিন থেকেই বলে এসেছি, এই যুদ্ধ আমরা শুরু করিনি। আমাদের নিরীহ জনগণের ওপর হামলা হয়েছে পহেলগামে। ওদিক থেকে যদি গুলি না চলে, আমাদের দিক থেকেও গুলি চলবে না।
সূত্র: এএনআই
এসএএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প