ফিনল্যান্ডে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৫
ফাইল ছবি/ ইয়াহু নিউজ
ফিনল্যান্ডে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৭ মে) ওই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মাঝ আকাশে হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হওয়ার পর বিধ্বস্ত হয়ে মাটিতে পড়েছে। এতে দুটি হেলিকপ্টারে থাকা পাঁচজনই নিহত হয়েছেন। খবর এএফপির।
গোয়েন্দা প্রধান পরিদর্শক জোহানেস সিরিলা শনিবার এক বিবৃতিতে বলেন, ইউরা বিমানবন্দরের কাছে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
একটি হেলিকপ্টারে দুজন এবং অন্যটিতে তিনজন ছিল বলে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দুই হেলিকপ্টারে থাকা আরোহীরা সবাই ছিলেন ব্যবসায়ী।
ফিনিশ সংবাদপত্র ইলতালেহতি আন্তি মারজানেন নামে একজন প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে জানিয়েছে, একটি হেলিকপ্টার অন্যটিকে ধাক্কা দিয়েছে এমনটি দেখেছেন তিনি।
- আরও পড়ুন:
- অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ৩
- ফোন তুলতে গিয়ে পাথরের মাঝে আটকা পড়লেন নারী, ৭ ঘণ্টা পর উদ্ধার
তিনি জানিয়েছেন, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার খুব দ্রুত নিচে পড়ে যায় এবং এর কিছুক্ষণ পর অপর হেলিকপ্টারটিও ধীরে ধীরে নিচে পড়ে গেছে। তবে সে সময় তিনি কোনো শব্দ শুনতে পাননি বলে জানিয়েছেন।
টিটিএন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের চাপ তোয়াক্কা না করেই রাশিয়ার সঙ্গে ভারতের একাধিক চুক্তি
- ২ চীনের নির্যাতন থেকে বাচঁতে ভারতে ৩ ভাই, জেল খাটছে ১২ বছর
- ৩ সন্ত্রাসের বিরুদ্ধে রাশিয়াকে একসঙ্গে কাজ করার আহ্বান মোদীর
- ৪ আফ্রিকার উপকূলে খাদ্য সংকট, ৬০ হাজার পেঙ্গুইনের মৃত্যু
- ৫ যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলে ৩৪ বিলিয়ন ডলারের সামরিক বাজেট ঘোষণা