ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হরিণ ও কুকুরের মতো দেখতে ছাগল নিলামে বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১৮ মে ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় অনুষ্ঠিত আল মুনাই নিলামে একটি বিরল জাতের সালালি ছাগল ৭০ হাজার দিরহাম বা প্রায় ১৯ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় নাটকীয় নিলামের চিত্র। এটির শরীরের গঠনে হরিণ ও কুকুরের মতো ফিচার দেখা যায়।

সালালি জাতের ছাগল। সংযুক্ত আরব আমিরাতসহ গোটা উপসাগরীয় অঞ্চলে বেশ জনপ্রিয়। যার উৎপত্তি ওমানে। এই জাতের ছাগলদের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সুষম দেহের গঠন, ছোট ও সোজা কান, পাতলা লোম, পাকানো লেজ ও শরীরজুড়ে বিভিন্ন আকারের বৃত্তাকার দাগ, যা তাদের আকর্ষণ ও মূল্যবৃদ্ধি করে।

আল মুনাই নিলাম হচ্ছে এই অঞ্চলের অন্যতম বড় ও খ্যাতনামা পশুর নিলাম, যা বিরল ও উচ্চ জাতের পশুতে আগ্রহী খামারি ও পশুপ্রেমীদের আকর্ষণ করে।

এই ইভেন্টে সালালি ও সুদানি ছাগলসহ বিভিন্ন জাতের ছাগল প্রদর্শিত হয়। ছাগলের মূল্য তাদের জাত ও বাহ্যিক বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে। সাধারণত সুদানি ছাগলের দাম এক হাজার ৫০০ থেকে ৪ হাজার দিরহামের মধ্যে হয়।

সালালি নামকরণ করা হয়েছে এর উৎপত্তিস্থল ওমানের সালালাহ শহরের নাম অনুসারে। পরবর্তীতে এই জাতটি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবেও ছড়িয়ে পড়ে, যেখানে খামারিরা এর রং ও গঠনগত সামঞ্জস্য আরও উন্নত করেছেন।

সূত্র: গাল্ফ নিউজ

এমএসএম