‘ইসরায়েল এখন শখের বশে গাজার শিশুদের হত্যা করছে’

ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটস'র নেতা ইয়ার গোলান গাজায় চলমান যুদ্ধ ও বর্তমান সরকার নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল এখন শখের বশে গাজার শিশুদের হত্যা করছে। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কেএএনকে দেওয়া সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
গোলান বলেন, যদি আমরা একটি সুস্থ ও বিবেকবান রাষ্ট্র হিসেবে আচরণে না ফিরি, তবে ইসরায়েল দক্ষিণ আফ্রিকার মতো একঘরে রাষ্ট্রে পরিণত হবে। তিনি আরও বলেন, একটি সুস্থ রাষ্ট্র কখনো বেসামরিক মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে না, শিশুদের হত্যা করে না ও জনসংখ্যা উচ্ছেদের মতো লক্ষ্য নির্ধারণ করে না।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সরকারের নীতিকে ‘প্রতিহিংসাপরায়ণ ও নৈতিকতাবর্জিত’ উল্লেখ করে গোলান বলেন, এই সরকার সঙ্কটময় সময়ে দেশ পরিচালনার কোনো যোগ্যতা রাখে না। তাদের কাজ আমাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে।
ইসরায়েলের অভ্যন্তরে সরকারের যুদ্ধনীতি ও মানবিক বিপর্যয় নিয়ে সমালোচনা দিন দিন তীব্র হচ্ছে। গোলানের এই বক্তব্য সেই ক্ষোভেরই একটি প্রকাশ। এদিকে, তার এই বক্তব্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। গোলানের বক্তব্যকে ‘অপবাদ’ ও ‘বন্য উসকানি’ হিসেবে বর্ণনা করেছেন নেতানিয়াহু।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
২০২৩ সালের শেষ দিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরই প্রেক্ষিতে বিডিএস আন্দোলন ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে বিশ্বব্যাপী বয়কটের আহ্বান জোরদার করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত গাজায় ৫৩ হাজার ৩৩৯ জন নিহত ও ১ লাখ ২১ হাজার ৩৪ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ১০ হাজারেরও বেশি মানুষ।
বিজ্ঞাপন
এদিকে, ফিলিস্তিনের গাজায় আরও সাহায্য না পৌঁছালে আগামী ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল, সিএনএন
এসএএইচ
বিজ্ঞাপন