ভারতের হুমকি, পাকিস্তানে বাঁধ নির্মাণে গতি বাড়ানোর ঘোষণা চীনের
পাকিস্তানে চীনের মোহমন্দ জলবিদ্যুৎ প্রকল্প/ এক্স (পূর্বে টুইটার) থেকে সংগৃহীত ছবি
ভারতের পক্ষ থেকে পানি সরবরাহ বন্ধ করার হুমকির পরিপ্রেক্ষিতে পাকিস্তানে একটি গুরুত্বপূর্ণ বাঁধ নির্মাণ প্রকল্পের গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত ‘মোহমন্দ জলবিদ্যুৎ প্রকল্পে’ কংক্রিট ভরাটের কাজ শুরু হয়েছে, যা প্রকল্পটির উন্নয়নের একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে বিবেচিত।
২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্পটি ২০২৬ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল, তবে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে চীন এর কাজ আরও দ্রুত এগিয়ে নিতে আগ্রহী।
এই ঘোষণার আগে ভারত জানায়, ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার চিন্তাভাবনা করছে তারা, যেটি পাকিস্তান ও ভারতের মধ্যে পানি বণ্টনের একটি ঐতিহাসিক চুক্তি। এর জবাবে পাকিস্তান জানায়, পানি সরবরাহ বন্ধ বা প্রবাহ বাধাগ্রস্ত করা হলে তা ‘যুদ্ধ ঘোষণার সামিল’ হবে ও ‘জাতীয় শক্তির সম্পূর্ণ সক্ষমতা দিয়ে’ জবাব দেওয়া হবে।
পাকিস্তানের সরকার বলেছে, পানি হলো আমাদের ২৪ কোটি মানুষের জীবনরেখা ও তা যেকোনো মূল্যে রক্ষা করা হবে।
মোহমন্দ বাঁধটি একাধিক উদ্দেশ্যে নির্মিত হচ্ছে যেমন- বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানীয় জলের সরবরাহ। এটি ৮০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করবে ও পেশোয়ারে প্রতিদিন ৩০ কোটি গ্যালন পানীয় জল সরবরাহ করবে।
চীন-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিনের ও ‘চীন-পাকিস্তান ইকোনমিক করিডরের’ মাধ্যমে পাকিস্তানে বিশাল অবকাঠামো বিনিয়োগ করেছে শি জিনপিং প্রশাসন। এর আওতায় ডায়ামার-ভাশা ড্যামের মতো আরও প্রকল্পও বাস্তবায়িত হচ্ছে।
যদিও সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে চীন প্রকাশ্যে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে, তবে পাকিস্তানকে তারা ‘লৌহ কঠিন ভাই’ হিসেবে বর্ণনা করে করেছে। সেই সঙ্গে পাকিস্তানে অস্ত্র সরবরাহেও প্রধান ভূমিকা পালন করে আসছে চীন।
এদিকে, ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ রয়েছে চীনেরও, যা ২০২০ সালে গালওয়ান উপত্যকায় প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছিল। তাই এই অঞ্চলে চীন সতর্ক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
এসএএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলে ৩৪ বিলিয়ন ডলারের সামরিক বাজেট ঘোষণা
- ২ ভারত-রাশিয়ার বন্ধুত্ব ‘সময়ের পরীক্ষায় উত্তীর্ণ’: মোদী
- ৩ রাষ্ট্রদ্রোহের অভিযোগে রুশ বিজ্ঞানীর ২১ বছর কারাদণ্ড
- ৪ পর্যটন মৌসুমে ভয়াবহ বন্যা, চ্যালেঞ্জের মুখে শ্রীলঙ্কার অর্থনীতি
- ৫ রাশিয়ায় বিদেশি অ্যাপ ব্যবহারে কড়াকড়ি, বন্ধ স্ন্যাপচ্যাট ও ফেসটাইম