১৫৩ অনুপ্রবেশকারীকে রাজস্থান থেকে কলকাতায় স্থানান্তর
১৫৩ অনুপ্রবেশকারীকে রাজস্থান থেকে কলকাতায় স্থানান্তর
সম্প্রতি ভারতের রাজস্থান থেকে অবৈধ বাংলাদেশি অভিযোগে বেশ কয়েকজনকে গ্ৰেফতার করেছে যোধপুর পুলিশ। গত কয়েকদিন ধরে রাজস্থানে বিভিন্ন জেলা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাভাষী মুসলিমদের আটক করা হচ্ছে।
সূত্র মারফত জানা গেছে, শুক্রবার (২৩ মে) ১৫৩ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে রাজস্থানের বিভিন্ন জেলা থেকে যোধপুর পুলিশ গ্রেফতার করে। ভারতে থাকার মতো তাদের কাছে কোনো বৈধ নথি না থাকায় তাদের গ্রেফতার করা হয়।
যোধপুর পুলিশ সূত্র জানিয়েছে, ওই ১৫৩ জন বাংলাদেশি নাগরিককে রাজস্থানের যোধপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় পাঠানো হয়েছে। সেখান থেকে তাদেরকে বাংলাদেশে পাঠানো হতে পারে।
এখনও পর্যন্ত রাজস্থানের বিভিন্ন জেলা থেকে প্রায় ১ হাজারের বেশি সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে গ্ৰেফতার করা হয়েছে।
এর আগে রাজস্থান থেকে ৩৯৪ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাদের কাছে ভারতে থাকার কোনো বৈধ নথিপত্র ছিল না বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর আরও একবার ১৫৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের কলকাতায় পাঠানো হলো।
যোধপুর পুলিশ সূত্রে জানা গেছে, রাজস্থানজুড়ে ধরা পড়া অবৈধ বাংলাদেশিদের রাখতে যোধপুরে একটি ডিটেনশন ক্যাম্পও তৈরি করা হয়েছে।
ডিডি/টিটিএন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ অযোধ্যায় রাম মন্দিরের কাজ শেষ হলেও মসজিদ নির্মাণ এগোয়নি কেন?
- ২ আকাশছোঁয়া দামে ‘ওয়ার্নার ব্রাদার্স’ কিনে নিচ্ছে নেটফ্লিক্স
- ৩ নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন মুর্শিদাবাদে ‘হাই অ্যালার্ট’
- ৪ বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা, মৃতের সংখ্যা বেড়ে ৬১১
- ৫ হাসিনাকেই ঠিক করতে হবে তিনি কতদিন ভারতে থাকবেন: জয়শঙ্কর