পাকিস্তানিদের জন্য ফের সব ধরনের ভিসা চালু করেছে কুয়েত
কুয়েত সিটি। ছবি: এএফপি
কুয়েত সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভিসা পুনরায় ইস্যু করা শুরু করেছে। যা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও শ্রমবাজারের গুরুত্বপূর্ণ চাহিদা মেটাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন কুয়েতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ড. জাফর ইকবাল।
রাষ্ট্রদূত আরও জানান, কুয়েতের স্বাস্থ্য খাতে এক হাজার ২০০ জন পাকিস্তানি নার্স পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে নার্সের চাহিদা ক্রমাগত বাড়ছে। প্রথম দফায় ১২৫ জন নার্স যাওয়ার কথা ছিল গত সপ্তাহে, কিন্তু আবাসনের সমস্যার কারণে তা বিলম্বিত হয়েছে। বিশেষ টিম এ সমস্যার সমাধানে কাজ করছে, আমরা আশা করছি আগামী কয়েক দিনের মধ্যেই তারা পৌঁছাবে।
মে মাস থেকেই পাকিস্তানি নাগরিকদের জন্য কর্মসংস্থান, পারিবারিক ভ্রমণ, নির্ভরশীল, পর্যটন ও বাণিজ্যিকসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা অনুমোদন শুরু হয়েছে কুয়েত, যা দু’দেশের মধ্যে যাতায়াত ও কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ পথটি পুনরায় উন্মুক্ত করেছে।
ড. ইকবাল আরও জানান, পাকিস্তান ও কুয়েত একটি নতুন শ্রম সংক্রান্ত সমঝোতা স্মারক সইয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা শ্রমিকদের চলাচল ও সহযোগিতা সহজ করবে। চুক্তি সইয়ের আগেই কিছু বিধান বাস্তবায়িত হয়েছে।
তিনি পাকিস্তান ও কুয়েতের দীর্ঘদিনের ভ্রাতৃসুলভ সম্পর্কের প্রশংসা করেন। বলেন, পাকিস্তান ও কুয়েতের সম্পর্ক উভয় দেশের আধুনিক রাষ্ট্রব্যবস্থার আগের সময় থেকে চলে আসছে। ১৯৬০ ও ৭০-এর দশকে কুয়েতের অবকাঠামো নির্মাণে পাকিস্তানি প্রকৌশলী ও শ্রমিকদের অবদান আমাদের একটি গভীর যৌথ ঐতিহ্য গড়ে তুলেছে।
ড. ইকবাল বলেন, বর্তমানে কুয়েতে বসবাসরত ৯৩ হাজারের বেশি পাকিস্তানি নাগরিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে তিনি খাদ্য নিরাপত্তা, কৃষি, আবাসন এবং অবকাঠামোয় পাকিস্তানের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। যা কুয়েতের ভিশন ২০৩৫ উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আরও পড়ুন>
ড. ইকবাল ইরাকি আগ্রাসনের সময় কুয়েতকে পাকিস্তানের সামরিক সহায়তার কথা স্মরণ করেন এবং পারস্পরিক আত্মত্যাগ ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা প্রতিরক্ষা সম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, গত ছয় মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও কুয়েতের নেতৃত্বের মধ্যে একাধিক উচ্চপর্যায়ের যোগাযোগ হয়েছে।
পাকিস্তানি এই রাষ্ট্রদূত বলেন, কুয়েত আঞ্চলিক শান্তি ও আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সূত্র: গাল্ফ নিউজ
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প