ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৫১ এএম, ২৮ মে ২০২৫

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছে। ইরানসমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পরেও এই হামলা চালানো হয়েছে। খবর এএফপির।

এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিনতে জবেইল জেলার ইয়াতেরে মোটরসাইকেলে ইসরায়েলি শত্রুদের হামলায় একজন নিহত হয়েছেন।

এর আগে গত সোমবার দক্ষিণ লেবাননের মাজদাল জুনে এক হিজবুল্লাহ সদস্যকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

এক বছরের বেশি সময় ধরে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সংঘাত চলছে। সম্প্রতি যুদ্ধবিরতি চললেও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।

যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী অনুসারে, দক্ষিণ লেবাননে কেবল জাতিসংঘ শান্তিরক্ষী এবং লেবাননের সেনাবাহিনী মোতায়েন থাকার কথা। কিন্তু ইসরায়েল তাদের কৌশলগত ঘোষণা করা পাঁচটি এলাকায় তাদের বাহিনী মোতায়েন রেখেছে।

লেবানন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন হামলা বন্ধ করে সব সেনা প্রত্যাহারের জন্য ইসরায়েলের ওপর চাপ দেওয়া হয়।

টিটিএন