ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পিএসজির জয় উদযাপনে সহিংসতায় নিহত ২, গ্রেফতার ৫ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ০১ জুন ২০২৫

চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-এর প্রথম শিরোপা জয়ের পর উদযাপনের মধ্যে ফ্রান্সজুড়ে সহিংসতায় দুইজনের মৃত্যু হয়েছে এবং পাঁচ শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩১ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শনিবার রাতে ইতালির ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে নেয় পিএসজি। এরপর প্যারিসসহ বিভিন্ন শহরে শুরু হয় বেপরোয়া উদযাপন। কিছু জায়গায় পুলিশ ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ দেখা দেয়।

আরও পড়ুন>>

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে বলা হয়, এখন পর্যন্ত মোট ৫৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে শুধু প্যারিসেই গ্রেফতার হয়েছেন ৪৯১ জন। এদের মধ্যে ৩২০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এদিন প্যারিসের বিখ্যাত চ্যাম্পস-এলিসি সড়কে হাজারো সমর্থক জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাসস্টপ ও দোকান ভাঙচুর করা হয়, দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় নানা বস্তু। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সারাদেশে শত শত অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যার মধ্যে ২০০-র বেশি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সহিংসতায় অন্তত ২২ জন নিরাপত্তাকর্মী ও সাতজন দমকলকর্মী আহত হয়েছেন।

ইতিহাসে এই প্রথমবার ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় শিরোপা জিতল পিএসজি।

সূত্র: সিএনএন
কেএএ/