যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ
ইসরায়েলে সরকারবিরোধী বিক্ষোভ। ছবি: এএফপি
ইসরায়েলের বৃহত্তম বাণিজ্যিক শহর তেল আবিবে হাজার হাজার বিক্ষোভকারী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পাশাপাশি অবশিষ্ট জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার (৭ জুন) বিক্ষোভকারীরা একটি বিশাল সমাবেশের আয়োজন করে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির আহ্বান জানায়।
তারা বলেছে যে, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান জিম্মিদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে এবং গাজার বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।
একজন নারী বলেছেন সরকারের উচিত সামরিক অভিযান বন্ধ করা, কারণ যুদ্ধে কোনো পক্ষ বিজয়ী হয় না।
শুক্রবার একটি ইসরায়েলি গবেষণা প্রতিষ্ঠান, একটি জনমত জরিপের ফলাফল প্রকাশ করেছে। এতে প্রায় ৫০ শতাংশ উত্তরদাতা বলেছেন গাজায় সামরিক অভিযান জিম্মিদের মুক্তি বা হামাসকে নির্মূল করার পথে ধাবিত হবে না।
এই জরিপে, ইসরায়েলের অভ্যন্তরে সামরিক অভিযানের বিরুদ্ধে জনগণের তীব্র বিরোধিতা প্রতিফলিত হয় বলে ধারণা করা হচ্ছে।
গতকাল শনিবার ইসরায়েলি বাহিনী ঘোষণা করেছে যে তারা হামাসের কাছে জিম্মি এক থাই নাগরিকের মরদেহ উদ্ধার করেছে। গাজায় ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রাখার মাঝে এই ঘোষণা আসে।
গাজায় এখনো ইসরায়েলি সরকার সামরিক হামলা চালিয়ে যাচ্ছে। তারা জানায় যে, তাদের লক্ষ্য হচ্ছে হামাসের ওপর চাপ বৃদ্ধি করা, যার ফলে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি নিশ্চিত করা সম্ভব হবে।
যদিও আলোচনায় কোনো অগ্রগতি হয়নি এবং উভয় পক্ষের মধ্যে এখনও ব্যাপক মত পার্থক্য বিরাজ করছে।
সূত্র: এএফপি, এনএইচকে
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ২৫ লাখ ডলার উপহার পেলেন ‘বন্ডাই হিরো’ আহমেদ
- ২ পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতায় ৭০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক
- ৩ প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- ৪ সিরিয়ায় একের পর এক গ্রাম দখল, ইসরায়েলি বাহিনীর চেকপোস্ট স্থাপন
- ৫ ২০২৬ সালে অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর হবে ট্রাম্প প্রশাসন