সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২২ জুন ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
হামলার কথা ইরানকে আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘পূর্ণ যুদ্ধ’ এড়াতে বিমান হামলার আগেই ইরানকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আমওয়াজ মিডিয়ার বরাতে রোববার (২২ জুন) এই তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল। তবে যুক্তরাষ্ট্র কিংবা ইরান- কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এই তথ্যের সত্যতা স্বীকার করেনি।
আমাদের হামলার লক্ষ্য ইরানের সরকার পরিবর্তন নয়
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে ইরানের বর্তমান সরকারে পরিবর্তন যুক্তরাষ্ট্রের নীতিগত লক্ষ্য কি না- এমন প্রশ্নের জবাবে মার্কি প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেন, এই মিশনের লক্ষ্য তা ছিল না; বরং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে আমাদের জাতীয় স্বার্থের ওপর আসা হুমকি ঠেকানোয় ছিল আমাদের মূল উদ্দেশ্য। তিনি এটিকে ‘একটি নির্ভুল সামরিক অভিযান’ বলেও দাবি করেন।
হরমুজ প্রণালি বন্ধের পক্ষে ইরানের পার্লামেন্ট
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ব বাণিজ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধের পক্ষে ভোট দিয়েছে ইরানের পার্লামেন্ট। তবে এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে। ইরানি আইনপ্রণেতা ও বিপ্লবী গার্ড কমান্ডার ইসমাইল কোসারিকে উদ্ধৃত করে রোববার (২২ জুন) এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম প্রেস টিভি।
ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের হামলার পর সেখানে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
বিজ্ঞাপন
হামলার আগে ফরদো পারমাণবিক স্থাপনায় ‘অস্বাভাবিক তৎপরতা’ ছিল
যুক্তরাষ্ট্রের হামলার ঠিক আগে ইরানের ফরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে অস্বাভাবিক তৎপরতার চিত্র উঠে এসেছে উপগ্রহ (কৃত্রিম) থেকে তোলা ছবি থেকে। বৃহস্পতি (১৯ জুন) ও শুক্রবার (২০ জুন) তোলা ম্যাক্সার টেকনোলজির উপগ্রহ চিত্রে দেখা গেছে, স্থাপনাটির প্রবেশপথের কাছে ১৬টি কার্গো ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, যেগুলোর বেশিরভাগই পরে প্রায় ১ কিলোমিটার উত্তর-পশ্চিমে সরিয়ে নেওয়া হয়েছে।
পুতিনের সঙ্গে ‘গুরুতর আলোচনায়’ বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তিনি রোববার (২২ জুন) রাশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন ও সোমবার (২৩ জুন) তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ‘গুরুত্বপূর্ণ বৈঠকে’ বসবেন। তুরস্কের ইস্তানবুল শহরে এক সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, রাশিয়া আমাদের বন্ধু ও আমরা একটি কৌশলগত অংশীদারত্ব বজায় রেখে চলেছি। আমরা সবসময় একে-অপরের সঙ্গে পরামর্শ করি ও আমাদের অবস্থান সমন্বয় করি।
ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান
ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরসহ বেশ কিছু স্থানকে টার্গেট করে ইরান হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। অন্য রিপোর্টে বলা হয়েছে, সেনাবাহিনীর সহযোগী ঘাঁটি, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং একটি জৈবিক গবেষণা কেন্দ্র টার্গেট করা হয়েছে।
বিজ্ঞাপন
ইরানের ৪ প্রদেশে নতুন করে হামলার দাবি ইসরায়েলের
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দাবি অনুযায়ী, ইয়াজদে হামলার লক্ষ্য ছিল খোররামশহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গুদাম, যেখানে এসব দূরপাল্লার অস্ত্র মজুত ছিল। অন্যদিকে ইসফাহান, বুশেহর ও আহভাজের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কারখানা ও একটি ড্রোন গুদামে হামলা চালানো হয়।
আত্মরক্ষার জন্য ইরান ‘সব বিকল্প’ সংরক্ষণ করে রেখেছে: পররাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি লিখেছেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ করছে। তবে এই ঘটনাগুলো ভয়াবহ এবং এর পরিণতি চিরস্থায়ী হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপদজনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে।
ইরান শান্তি স্থাপন না করলে আরও হামলা চালানো হবে
স্থানীয় সময় শনিবার (২১ জুন) গভীর রাতে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত আট দিনে আমরা যা দেখেছি তার চেয়েও বড় ট্র্যাজেডি হবে। মনে রাখবেন এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি আছে। তিনি আরও বলেন, যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা নির্ভুলতা, দ্রুততা এবং দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাব।
এসএএইচ/এমএস
বিজ্ঞাপন