৬ সপ্তাহে ইসরায়েলি হামলায় ত্রাণ নিতে যাওয়া প্রায় ৮০০ জন নিহত
গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল/ ফাইল ছবি: এএফপি
গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছে ইসরায়েল। গত ৬ সপ্তাহে ইসরায়েলি বাহিনীর গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে বেশ কিছু সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা উপত্যকায় শনিবার (১২ জুলাই) ভোর থেকে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, শুক্রবার গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ছয় সপ্তাহে অবরুদ্ধ এই উপত্যকায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলের বর্বর হামলায় প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বারবার প্রাণহানির খবর পাওয়ার পর তারা সেনাদের প্রতি নতুন নির্দেশনা জারি করেছে।
বিশ্ব খাদ্য কর্মসূচির উপ-প্রধান বলেন, ইসরায়েলি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে তারা চান জাতিসংঘ গাজায় মানবিক সহায়তা প্রদানের মূল মাধ্যম হিসেবে থাকুক। তবে বিতর্কিত মার্কিন সহায়তা গোষ্ঠী জিএইচএফ-এর কাজ নিয়ে আলোচনা হয়নি।
- আরও পড়ুন:
- যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলের হামলায় নিহত ২৪
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শুল্ক আলোচনা আজ শুরু
- যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্কারোপ, ছাড় পেতে আশাবাদী বাংলাদেশ
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৭ হাজার ৭৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর থেকেই গাজায় অভিযানের নামে হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েল।
টিটিএন