পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

কলকাতাসহ পশ্চিমবঙ্গ জুড়ে মঙ্গলবার (১৫ জুলাই) ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছেন কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তরের সম্পাদক সোমনাথ দত্ত। কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তরের সম্পাদক সোমনাথ দত্ত জানিয়েছেন, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে যা কলকাতা থেকে ৭০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে রয়েছে।
আগামী ২৪ ঘন্টায় এই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে যাবে। বাংলাদেশের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চল এবং তার আশেপাশের জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় অতি ভারী বৃষ্টিপার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার,দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা এবং উত্তর-দক্ষিণ দিনাজপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বিজ্ঞাপন
কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তরের সম্পাদক সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরের উপকূলীয় অঞ্চলের সমুদ্র অশান্ত থাকবে। ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় সমুদ্রে ঝোড়ো হাওয়া বইবে। সে কারনে এই মুহূর্তে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নিচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। কিছু এলাকায় নদীর পানির স্তর বিপদ সীমার ওপরে বইতে পারে এবং আগামী ২৪ ঘন্টায় এই পরিস্থিতি আরও জটিল হতে পারে।
ডিডি/টিটিএন
বিজ্ঞাপন