নতুন করে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি
পশ্চিমবঙ্গে আবার শুরু হচ্ছে বৃষ্টি
আগেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। এর ফলে পশ্চিমবঙ্গের কলকাতাসহ বেশকিছু জেলায় বৃষ্টি শুরু হয়। তবে দুদিন বৃষ্টি থেকে বিরতি মিলেছিল। গত সোমবার এবং মঙ্গলবার উল্লেখযোগ্য ভাবে কোথাও তেমন বৃষ্টি হয়নি। তবে আদ্রতা বৃদ্ধির কারণে কলকাতার সাধারণ মানুষের অবস্থা ছিল গলদঘর্ম।
এবার সেই পরিস্থিতি বদলাচ্ছে, পশ্চিমবঙ্গে আবার শুরু হচ্ছে বৃষ্টিপাত। তেমনটাই আভাস দিয়েছে কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার (২৩ জুলাই) তুমুল বৃষ্টিপাত শুরু হতে পারে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়।
কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক কর্মকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, বুধবার বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ থাকবে। ৩০ থেকে ৪০ কিমি বেগে প্রতিঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। তার সঙ্গে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমানসহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বুধবার (২৩ জুলাই) দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
অপরদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখনও ঘাটালসহ পুরো পশ্চিম মেদিনীপুর পানিতে তলিয় আছে। ফলে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাসে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডিডি/টিটিএন