ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারত

ভুয়া বিল অনুমোদনে ২ সিনিয়র কর্মকর্তার চাপ, প্রকৌশলীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২৪ জুলাই ২০২৫

ভারতের আসামের বঙাইগাঁওয়ে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউ)-এর সহকারী প্রকৌশলী জ্যোতিষা দাস (৩০) আত্মহত্যা করেছেন। তিনি একটি সুইসাইড নোটে উল্লেখ করেছেন, দুই সিনিয়র কর্মকর্তা তাকে ভুয়া বিল পাশ করতে চাপ দিচ্ছিলেন, যা থেকে চরম মানসিক চাপে পড়ে তিনি এই পথ বেছে নেন।

নিজ হাতে লেখা সুইসাইড নোটে জ্যোতিষা লিখেছেন, আমি এই পদক্ষেপ নিচ্ছি চরম মানসিক চাপে পড়ে। অফিসে আমাকে কেউ গাইড করছে না। আমি ক্লান্ত, আমার কোনো উপায় নেই। আমার মা-বাবা আমার জন্য চিন্তিত।

তিনি আরও দাবি করেছেন, অসম্পূর্ণ কাজের ভুয়া বিল পাশ করার জন্য তাকে জোর করছিলেন সিনিয়ররা।

পরিবার থানায় এফআইআর দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করে। আত্মহত্যা প্ররোচনার অভিযোগে যাদের নাম উঠে এসেছে, তারা হলেন দিনেশ মেধি শর্মা (সদ্য পদোন্নতি পাওয়া সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার) ও আমিনুল ইসলাম বঙাইগাঁওয়ের বর্তমান সাব-ডিভিশনাল অফিসার।

এই দু’জনকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি। যে ভবন নিয়ে ভুয়া বিলের অভিযোগ উঠেছে, সেটিও তদন্তের আওতায় আনা হবে। কাজের প্রকৃত ব্যয় নতুন করে মূল্যায়ন করা হবে।

সূত্র: এনডিটিভি

এমএসএম