রাজস্থানে স্কুল ভবন ধস, শিক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন
রাজস্থানে স্কুল ভবন ধস: ছবি এনডিটিভি।
রাজস্থানের ঝালাওয়ারে সরকারি স্কুলের ছাদ ধসে ৭ শিশুর মৃত্যু ও ২৭ জন আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একজন শিক্ষার্থী জানিয়েছেন, ছাদ থেকে পাথরের খণ্ড পড়তে দেখে শিক্ষককে জানানো হয়েছিল, কিন্তু তিনি তা উপেক্ষা করেন। তখন ওই শিক্ষক সকালের নাস্তা খাওয়ায় ব্যস্ত ছিলেন বলেও অভিযোগ করা হয়।
এক শিক্ষার্থী জানান, স্কুলে পৌঁছানোর পর শিক্ষক আমাদের ক্লাসরুমে অপেক্ষা করতে বলেন। তখনই ছাদ থেকে পাথরের খণ্ড খসে পড়ছিল। আমরা শিক্ষককে জানাই, কিন্তু তিনি বলেন, কিছুই তো পড়ছে না। তারপরই হঠাৎ ছাদ ধসে পড়ে। আমি কোনো রকমে বেরিয়ে আসতে পারি, কিন্তু অনেকে আটকে যায়।
আরেক শিক্ষার্থী বলেন, শিক্ষক তখন পোহা (এক ধরনের সকালের নাস্তা) খাচ্ছিলেন।
শিক্ষার্থীরা আরও জানায়, তারা আগেও ছাদের অবস্থা নিয়ে সংশ্লিষ্টদের অবহিত করেছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
জেলা কালেক্টর অজয় সিংহ জানান, শিক্ষা দপ্তরকে আগে থেকেই জীর্ণ স্কুল ভবনের তালিকা জমা দিতে বলা হয়েছিল, তবে এই স্কুলটি সেই তালিকায় ছিল না।
ঘটনার পরপরই স্কুলের ৫ কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা উচ্চ পর্যায়ের বৈঠক করেন এবং নির্দেশ দেন, রাজ্যের কোনো স্কুল ভবন যেন জরাজীর্ণ অবস্থায় না থাকে, তা নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স (সাবেক টুইটার)-এ লিখেন, ঝালাওয়ারে স্কুল ভবন ধসে ছাত্র-ছাত্রীদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ঈশ্বর যেন শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ জিন্নাহকে সমর্থন জানিয়ে ‘বন্দে মাতরম’ এর বিরোধিতা করেছিলেন নেহরু: মোদী
- ২ নাইজেরিয়ায় অপহৃত ১০০ শিশু উদ্ধার, এখনো নিখোঁজ ১৬৫
- ৩ ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ ২০২৬, বাংলাদেশ থেকে আবেদন করবেন যেভাবে
- ৪ অস্ট্রেলিয়ার পর ভয়াবহ অবস্থা নিউজিল্যান্ডে: দমকলকর্মীর মৃত্যু, পরিস্থিতি অবনতির শঙ্কা
- ৫ যুক্তরাষ্ট্রজুড়ে ভারী তুষারপাত, বাতিল হচ্ছে ফ্লাইট