ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৭ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪১ পিএম, ২৭ জুলাই ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল

তুরস্কে চলমান দাবানল দেশটির চতুর্থ বৃহত্তম শহর বুরসার চারপাশে ছড়িয়ে পড়েছে। সেখানে একজন অগ্নিনির্বাপক কর্মীর মৃত্যু হয়েছে এবং এক হাজার ৭০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করলো রাশিয়া

ইউক্রেনে সামরিক অভিযানে সহযোগী এশীয় মিত্র উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে রাশিয়া রোববার (২৭ জুলাই) থেকে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে।

গ্রিসজুড়ে ভয়াবহ দাবানল

দক্ষিণ ইউরোপজুড়ে চলমান তৃতীয় দফার তাপপ্রবাহের মধ্যে গ্রিস ও পশ্চিম বলকানজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিস ও আলবেনিয়ায় একাধিক গ্রাম ও বসতিগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

গাজায় অনাহারে ৮৭ শিশুসহ ১৩৩ জনের মৃত্যু

গাজায় অনাহারে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনি নারী, পুরুষ এবং শিশুরা। অবরুদ্ধ এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয়জন তীব্র অপুষ্টি এবং অনাহারের কারণে মারা গেছে। এর মধ্যে দুজন শিশুও রয়েছে। খবর আল জাজিরার।

গাজা সংঘাতে ৮৯৮ ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় তাদের আরও দুই সেনা নিহত হয়েছে। তাদের পরিচয় জানানো হয়েছে। নিহত সেনারা হলেন- আমির সাদ (২২) এবং ইনোন নুরিয়েল ভানা (২০)। গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮৯৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রে ওড়ার আগমুহূর্তে প্লেনে আগুন, সরিয়ে নেওয়া হলো যাত্রীদের

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে প্লেনটি থেকে যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতির আলোচনায় সম্মত: ট্রাম্প

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ নিয়ে শনিবার (২৬ জুলাই) উভয় দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দুই দেশই ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ চায় এবং শান্তির দিকে এগিয়ে যেতে রাজি হয়েছে।

এমএসএম/এমএস