শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ৩ মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কা
ছবি: এএফপি (ফাইল)
শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ৩ মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্করাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা উন্নীত করে তিন মিটার (প্রায় ১০ ফুট) উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দিয়েছে।
জেএমএ জানিয়েছে, জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে স্থানীয় সময় সকাল ১০টা থেকে সাড়ে ১১টার (জিএমটি ০১০০-০২৩০) মধ্যে এই জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির উপকূলবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার পূর্বে আঘাত হানে।
এছাড়া তাইওয়ান, হাওয়াই এবং আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জের জন্যও সুনামি সতর্কতা দেওয়া হয়েছে। মার্কিন পশ্চিম উপকূলের বহু অংশেও সতর্কতা জারি রয়েছে।
সূত্র: আল-জাজিরা
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন প্রদেশে সুনামি সতর্কতা
- ২ ইউরোপের ২৯ দেশে বেড়েছে সাইবার বুলিং, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- ৩ গাজার অর্ধেক নিজেদের নিয়ন্ত্রণে রাখার ইঙ্গিত ইসরায়েলি সেনাবাহিনীর
- ৪ বাবরি মসজিদে প্রথম আঘাতকারী ব্যক্তির জীবনে কী ঘটেছিল?
- ৫ কঠোর হলো অভিবাসন নীতি, ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল