ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:১২ পিএম, ৩০ জুলাই ২০২৫

থাইল্যান্ডে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও দুজন। দেশটির মধ্যাঞ্চলে স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

রাজধানী ব্যাংককের উত্তরাঞ্চলের সুফান বুুরি প্রদেশের মুয়েং জেলায় স্থানীয় সময় বুধবার বেলা ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকারী দলের শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের পর পুড়ে যাওয়া ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

থাই পুলিশ ৯ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া আহত দুজনকে কাছাকাছি একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কী কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে পুলিশ প্রধান ওয়ানচাই খাওরাম বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।

নিরাপত্তা বিধি দুর্বল থাকার কারণে থাইল্যান্ডে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা স্বাভাবিক হয়ে উঠেছে। প্রায়ই সেখানে ছোট-বড় দুর্ঘটনার খবর পাওয়া যায়। গত বছর দেশটির অপর একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৩ জন নিহত হয়।

টিটিএন