স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে চাকরি ছেড়ে চুরি বিবিএ পাস যুবকের
রাজস্থানে এক নববিবাহিত যুবক স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে না পেরে চাকরি ছেড়ে চুরি-ছিনতাইয়ের পথ বেছে নিয়েছেন। আর এ কাজ করতে গিয়েই বিয়ের মাত্র এক মাসের মাথায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি।
তরুণ পারিক নামের ওই যুবক রাজস্থানের জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা। তিনি ব্যবসায় প্রশাসনে (বিবিএ) স্নাতক করেছেন ও একসময় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিন্তু স্ত্রীর দামী পোশাক, গয়না ও বিলাসবহুল জীবনের চাহিদা পূরণ করতে না পেরে তিনি অপরাধের পথ বেছে নেন।
পুলিশ জানিয়েছে, তরুণ নিয়মিত গ্রামের বাড়ি থেকে জয়পুর শহরে এসে পরিকল্পনা করে চুরি করতেন। সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এক বৃদ্ধার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে পালিয়ে যান তিনি। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তাকে শনাক্ত করে ও গ্রেফতার করে।
তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে, তিনি আর কতগুলো চুরির সঙ্গে জড়িত এবং এ কাজে কেউ তাকে সহযোগিতা করছিল কি না। সেই সঙ্গে তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তার স্ত্রী এসব জানতেন কি না।
এদিকে, এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন, অতিরিক্ত চাহিদা মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে। তবে অপরাধ যে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সেটিও মনে করিয়ে দিচ্ছেন অনেকে।
সূত্র: ইন্ডিয়া টুডে
এসএএইচ/টিটিএন