পাকিস্তানে আরো এক আসামীর ফাঁসি কার্যকর
পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের ওপর হামলা মামলায় দোষী সাব্যস্ত আরো এক আসামীর ফাঁসি কার্যকর করা হয়েছে। বুধবার সকালে পেশোয়ার কেন্দ্রীয় কারাগারে এ ফাঁসি কর্যকর করা হয়। ফাঁসি কার্যকর হওয়া ব্যাক্তি নিয়াজ মুহাম্মাদ পাকিস্তান বিমান বাহিনীর সাবেক জুনিয়র টেকনিশিয়ান ছিলেন।
২০০৩ সালে রাওয়ালপিন্ডিতে জেনারেল পারভেজ মোশাররফকে হত্যা প্রচেষ্টার ঘটনায় নিয়াজ জড়িত ছিলেন বলে আদালত রায় দিয়েছে। আদালত তার বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ দেয় এবং আজ সেই রায় কার্যকর করা হয়।
উল্লেখ্য, ২০০৬ সালের ৬ জুনের পর পেশোয়ার কারাগারে এই প্রথম কোনো আসামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। ২০০৩ সালে জেনারেল মোশাররফের ওপর ওই হামলা মামলায় পাক বিমান বাহিনীর ছয় সদস্যকে দোষী সাব্যস্ত করে ফিল্ড মার্শাল কোর্ট। ২০০৫ সালের ৩ অক্টোবর দেয়া রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন দেয়া হয়। এর মধ্যে মৃত্যুদণ্ডের আসামী ও জুনিয়র টেকনিশিয়ান আদনান রশিদ ২০১২ সালে বান্নু কারাগার ভেঙে পালিয়ে যান।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
- ২ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ৩ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক
- ৪ ভারতে খ্রিষ্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা
- ৫ ভারতে দলিত যুবককে বিয়ে করায় ৬ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা