৮ পুরুষকে বিয়ে করে কোটি টাকা আত্মসাৎ, নবম জনে পড়লেন ধরা
একাধিক বিয়ে করে প্রতারণার অভিযোগে গ্রেফতার সামিরা ফাতিমা/ এক্স (পূর্বে টুইটার) থেকে সংগৃহীত ছবি)
ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে এক বিস্ময়কর প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে। পুলিশ সেখানে এমন এক প্রতারক নারীকে গ্রেফতার করেছে, যিনি একে একে আটজন পুরুষকে বিয়ে করে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই নারীর নাম সামিরা ফাতিমা। মঙ্গলবার (২৯ জুলাই) তাকে গ্রেফতার করা হয়। সেদিন তিনি তার সম্ভাব্য নবম স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ওই সময়ই পুলিশ তাকে নাগপুর শহরের একটি চায়ের দোকান থেকে আটক করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সামিরা তার স্বামীদের ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতেন। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
পুলিশ আরও জানায়, সামিরা ফাতিমা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য, যারা পরিকল্পিতভাবে পুরুষদের ফাঁদে ফেলে অর্থ আদায় করে। উল্লেখযোগ্যভাবে, সামিরা শিক্ষিত ও একজন শিক্ষক হিসেবে পরিচিত।
তদন্তকারীদের ধারণা, গত ১৫ বছর ধরে সামিরা এভাবে একের পর এক পুরুষকে প্রতারণার ফাঁদে ফেলে আসছেন। মূলত মুসলিম সম্প্রদায়ের বিত্তশালী, বিবাহিত পুরুষরাই তার লক্ষ্য ছিল।
তার এক প্রাক্তন স্বামীর অভিযোগ, একজন ভুক্তভোগীর কাছ থেকে সামিরা ৫০ লাখ ও আরেকজনের কাছ থেকে ১৫ লাখ রুপি আত্মসাৎ করেছে, যা নগদ ও ব্যাংক লেনদেনের মাধ্যমে আদায় করা হয়। এমনকি, রিজার্ভ ব্যাংকের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গেও এই নারী একই কায়দায় প্রতারণা করেছেন।
তদন্তে আরও উঠে এসেছে, সামিরা বিভিন্ন বিবাহভিত্তিক ওয়েবসাইট ও ফেসবুক ব্যবহার করে তার ‘শিকারদের’ শনাক্ত করতেন। তিনি প্রথমে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে যোগাযোগ শুরু করতেন ও নিজের জীবনসংক্রান্ত আবেগঘন গল্প শোনাতেন।
একজন অসহায়, ডিভোর্সপ্রাপ্ত নারী ও সন্তানের একমাত্র অভিভাবক হিসেবে পরিচয় দিয়ে তিনি সহজেই লোকজনের সহানুভূতি ও বিশ্বাস অর্জন করতেন। তাছাড়া অতীতে একবার গ্রেফতার এড়াতে তিনি মিথ্যা দাবি করেছিলেন যে তিনি গর্ভবতী।
সূত্র: এনডিটিভি
এসএএইচ