সৌদি আরবে তিন দিনে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর
প্রতীকী ছবি (এআই দিয়ে তৈরি)
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের হার মারাত্মকভাবে বেড়ে গেছে। দেশটিতে সোমবার দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার মধ্য দিয়ে তিন দিনে মোট ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
সোমবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে শনিবার ও রোববার ১৫ জনের (অধিকাংশই বিদেশি নাগরিক) মাদক সংশ্লিষ্ট অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
শনিবার ও রোববার যাদের শাস্তি কার্যকর হয়, তাদের মধ্যে ১৩ জন হাশিশ পাচারের জন্য এবং একজন কোকেন পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
চলতি বছরে সৌদি আরবে এখন পর্যন্ত মোট ২৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর মধ্যে ১৬১ জন মাদক সংশ্লিষ্ট অপরাধে এবং ১৩৬ জন বিদেশি নাগরিক। ২০২৩ সালে মৃত্যুদণ্ডের সংখ্যা ছিল ৩৩৮, যা ছিল রেকর্ড সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, ২০২৪ সালে সেই সংখ্যাও ছাড়িয়ে যেতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ২০২৩ সালে সৌদি সরকার যে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ শুরু করেছে, এটি সেই কার্যক্রমেরই ফলাফল। সেই সময় আটক হওয়া অনেক ব্যক্তির বিরুদ্ধে এখন মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে।
সৌদি আরব ২০১৯ সালে মাদক সংক্রান্ত মৃত্যুদণ্ড সাময়িকভাবে স্থগিত করেছিল, কিন্তু ২০২২ সালের শেষ দিকে আবার তা চালু করে।
সরকার বলছে, সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই দণ্ড কার্যকর করা হয় এবং এটি নিরাপত্তা নিশ্চিত ও মাদক নিয়ন্ত্রণে সহায়ক।
সূত্র: এএফপি
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইসরায়েলে সেনাবাহিনীর রেডিও স্টেশন বন্ধের সিদ্ধান্ত
- ২ তুরস্কে কৃষি জমিতে বাড়ছে সিঙ্কহোল, উদ্বিগ্ন চাষিরা
- ৩ ভারতে ব্রিটিশ এয়ারওয়েজের প্লেনে বোমা হামলার হুমকি, বিমানবন্দরে সতর্কতা
- ৪ লন্ডনে ফিলিস্তিনের প্ল্যাকার্ড হাতে গ্রেফতার গ্রেটা থুনবার্গ
- ৫ উজবেকদের ঐতিহ্যবাহী খাবার পিলাফ, রান্না করা হয় বিশাল কড়াইয়ে