বাইডেনের ছেলের বিরুদ্ধে মামলার হুমকি মেলেনিয়া ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলেনিয়া ট্রাম্প/ ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ফার্স্টলেডি মেলেনিয়া ট্রাম্প দেশটির সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলারের মামলা করার হুমকি দিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলেনিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন যৌন অপরাধী জেফরি এপস্টেইন–– হান্টার বাইডেনের এই মন্তব্যকে চ্যালেঞ্জ করেছেন মেলেনিয়া।
বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে ১ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণ আদায়ের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হান্টার বাইডেনের আইনজীবীদের উদ্দেশে চিঠি পাঠিয়েছেন মার্কিন ফার্স্টলেডির আইনজীবীরা।
এই মাসের শুরুতে হান্টার বাইডেন একটি সাক্ষাৎকারে এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের পুরোনো সম্পর্কের সমালোচনা করেছিলেন।
ডোনাল্ড ট্রাম্প এপস্টেইনের বন্ধু ছিলেন, তবে ২০০০ সালের গোড়ার দিকে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। ২০০৫ সালে ডোনাল্ড ট্রাম্প ও মেলেনিয়ার বিয়ে হয়।
সূত্র: বিবিসি
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ দুগ্ধপণ্য আমদানিতে চীনের নতুন শুল্ক, ‘অযৌক্তিক’ বললো ইউরোপীয় ইউনিয়ন
- ২ রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
- ৩ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ৪ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক
- ৫ ভারতে খ্রিষ্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা