কর্মীদের ধর্মঘটে এয়ার কানাডার শত শত ফ্লাইট বাতিল
এয়ার কানাডা/ ছবি: এএফপি
ক্যাবিন ক্রুদের ধর্মঘট শুরু হওয়ায় এয়ার কানাডা সব ফ্লাইট স্থগিত করেছে। এতে দৈনিক প্রায় এক লাখ ৩০ হাজার যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ভেস্তে যাবে বলে জানিয়েছে এয়ারলাইনটি।
শনিবার (১৬ আগস্ট) ভোরে ১০ হাজারেরও বেশি কেবিন ক্রুকে প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ধর্মঘট শুরুর ঘোষণা দেয়। ধর্মঘট কার্যকর হয় স্থানীয় সময় রাত ১২টা ৫৮ মিনিটে। তবে তার আগেই এয়ার কানাডা ধীরে ধীরে কার্যক্রম সীমিত করতে শুরু করে।
এয়ারলাইনটি জানিয়েছে, প্রতিদিন প্রায় ৫০০ ফ্লাইট প্রভাবিত হবে। শুক্রবার রাত পর্যন্ত ৬২৩টি ফ্লাইট বাতিল করা হয়, যাতে এক লাখেরও বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এয়ার কানাডা যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, মূল ফ্লাইট ও বাজেট সেবা এয়ার কানাডা রুজ স্থগিত থাকলেও এয়ার কানাডা জ্যাজ, পিএএল এয়ারলাইনস ও এয়ার কানাডা এক্সপ্রেসের ফ্লাইট চালু থাকবে। যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, অন্য এয়ারলাইনে বুকিং না থাকলে বিমানবন্দরে না যেতে।
ধর্মঘটকারীরা উচ্চ বেতন ও বিমানে ওঠা বা মাটিতে অবস্থানের সময়কেও কর্মঘণ্টা হিসেবে গণনার দাবি জানাচ্ছেন। আলোচনায় এয়ার কানাডা চার বছরে মোট ৩৮ শতাংশ বেতন বৃদ্ধি, যার মধ্যে প্রথম বছরেই ২৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেয়। তবে ইউনিয়নের দাবি, এই প্রস্তাব মূল্যস্ফীতির নিচে এবং বাজারদরেরও কম। ফলে কর্মীরা বিমানবন্দরে অপেক্ষা বা বোর্ডিংয়ের মতো কাজের জন্যও বেতনহীন থেকে যাবেন।
এই মাসের শুরুর দিকে ইউনিয়নের ৯৯.৭ শতাংশ সদস্য ধর্মঘটের পক্ষে ভোট দেন। কানাডার শ্রমমন্ত্রী প্যাটি হাইদু উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন।
সূত্র: বিবিসি
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ দুগ্ধপণ্য আমদানিতে চীনের নতুন শুল্ক, ‘অযৌক্তিক’ বললো ইউরোপীয় ইউনিয়ন
- ২ রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত
- ৩ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
- ৪ গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত নিয়োগ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে ডেনমার্ক
- ৫ ভারতে খ্রিষ্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা