বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিজি
বিশ্বে সবচেয়ে সুখী দেশ ফিজি। বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক জরিপ সংস্থা গ্যালাপের বছর শেষের জরিপে এ তথ্য জানানো হয়েছে। জরিপে দেখা গেছে, বিশ্বে সুখী মানুষের সংখ্যা গত বছরের তুলনায় শতকরা দশভাগ বেড়েছে।
বিশ্বজুড়ে শতকরা ৭০ ভাগ মানুষ বলেছে তারা তাদের জীবন নিয়ে সুখী। তবে এদের মধ্যে মাত্র ৪২ শতাংশ মনে করে তাদের দেশে অর্থনীতি আগামী বছরে উন্নতির মুখ দেখবে।
পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিজিতে শতকরা ৯৩ ভাগ মানুষ নিজেদের সুখী মনে করেন। আর সবচেয়ে অসুখী ইরাকের মানুষ। আর গোটা এলাকার হিসাবে সবচেয়ে সুখী হল আফ্রিকার মানুষ- তারপরেই এশিয়া। আফ্রিকার ৮৩ শতাংশ মানুষ সুখী আর এশিয়ায় এই হার ৭৭ শতাংশ।
সবচেয়ে অসুখী মানুষের বাস পশ্চিম ইউরোপে। এই জরিপে দেখা যাচ্ছে পশ্চিম ইউরোপে মাত্র ১১ শতাংশ মানুষ নিজেদের সুখী মনে করেন।
বিশ্বের বিভিন্ন দেশে যাদের ওপর জরিপ চালানো হয়েছে তাদের প্রায় অর্ধেক বলেছে ২০১৫ সাল তাদের মতে ২০১৪ এর থেকে ভাল যাবে।
এদের মধ্যেও ২০১৫ নিয়ে সবচেয়ে আশাবাদী আফ্রিকা- আর তারপরে এশিয়ার মানুষ আর সবচেয়ে কম আশার কথা শোনা গেছে পশ্চিম ইউরোপে। দেশ হিসাবে ২০১৫ নিয়ে সবচেয়ে আশাবাদ ছিল নাইজেরিয়ায় আর সবচেয়ে হতাশার কথা বলেছেন লেবাননের মানুষ।
নিজের দেশের জন্য লড়াই করতে রাজি কোন দেশ- এ প্রশ্নের উত্তরে প্রতি পাঁচজনের মধ্যে তিনজনই বলেছে নিজের দেশের জন্য লড়াই করতে তারা প্রস্তুত। তবে এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে মধ্য প্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলো। আর তাদের পেছনেই আছে এশিয়া।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ২ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প
- ৩ গ্রীসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৫৪৫ অভিবাসী উদ্ধার
- ৪ দক্ষিণ কোরিয়ায় টাক পড়া ‘বেঁচে থাকার প্রশ্ন’, স্বাস্থ্য বিমার নির্দেশ প্রেসিডেন্টের
- ৫ বিশ্ব গণমাধ্যমে প্রথম আলো-ডেইলি স্টারে হামলার খবর