বাংলাদেশসহ ৯ দেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবর সঠিক নয়
ফাইল ছবি: এএফপি
বাংলাদেশসহ ৯ দেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার যে খবর প্রকাশ হয়েছে তা সঠিক নয়। বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংযুক্ত আরব আমিরাত। ইউএই ভিসা অনলাইন নামের একটি ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের তথ্য ছড়ানো হয়। এটি সংযুক্ত আরব আমিরাতের কোনো সরকারি ওয়েবসাইট নয়।
বাংলাদেশসহ ৯ দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর ইউএই ভিসা অনলাইন নামে ওই ওয়েবসাইটে প্রকাশ হয় গত ১৭ সেপ্টেম্বর। কিন্তু সেখানে প্রচারিত খবরটি সঠিক নয় বলে নিশ্চিত হওয়া গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে আরব আমিরাত।
সেখানে বলা হয়, নিরাপত্তা উদ্বেগ, ভূরাজনৈতিক সম্পর্ক, কোভিড-১৯ প্রতিরোধ এসব সম্ভাব্য কারণে দেশগুলোর ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এমন কিছুই ঘটেনি এবং ভিসা নিষেধাজ্ঞাও আরোপ করা হয়নি।
বিশেষ নোটিশ: গতকাল (২০ সেপ্টেম্বর) ইউএই ভিসা অনলাইন ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা সঠিক ছিল না। সংশোধন করে পাঠকদের জন্য সঠিক খবরটি প্রকাশিত হলো।
টিটিএন