হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন শাহবাজ শরিফ
জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে শাহবাজের সাক্ষাৎ। ছবি: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়।
হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বেঠক করতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই বৈঠকটি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ওভাল অফিসে, যা পাকিস্তানের সময় অনুযায়ী মধ্যরাতের পর।
বৈঠকে কারা কারা অংশ নিচ্ছেন, তা এখনো স্পষ্টভাবে জানানো না হলেও পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনীর উপস্থিত থাকতে পারেন বলে নিরাপত্তা সূত্রে ইঙ্গিত মিলেছে। তবে তার উপস্থিতি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
প্রধানমন্ত্রী শাহবাজ বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন এবং আজ বিকেলে ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেবেন। বৈঠক শেষে তিনি আবার নিউ ইয়র্কে ফিরে এসে আগামীকাল (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন।
বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা প্রকাশ না করা হলেও ধারণা করা হচ্ছে, এটি সম্প্রতি হোয়াইট হাউজে অনুষ্ঠিত গাজা সংকট নিয়ে মুসলিম দেশের নেতাদের বৈঠকের ধারাবাহিকতা। সেই বৈঠকে পাকিস্তান ছাড়াও তুরস্ক, কাতার, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মিশর, ইউএই এবং জর্ডানের নেতারা অংশ নিয়েছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক সাম্প্রতিক মাসগুলোতে ঘনিষ্ঠ হয়েছে।
তবে ভারতের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক বিভিন্ন কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে—বিশেষ করে ভিসা সমস্যা, ভারতের পণ্যের ওপর উচ্চ শুল্ক এবং মে মাসে ট্রাম্পের দাবি করা ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মধ্যস্থতাকে কেন্দ্র করে।
একই সময়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে ৩১ জুলাই একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে মার্কিন পক্ষ থেকে ১৯ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে। তবে ভারতের সঙ্গে এখনো ট্রাম্প কোনো বাণিজ্য চুক্তি করতে পারেননি।
এর আগে ফেব্রুয়ারিতে সেনাপ্রধান আসিম মুনীর এককভাবে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে বৈঠক করেন। এটি ছিল প্রথমবারের মতো কোনো পাকিস্তানি সেনা প্রধানের সরাসরি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ—যেখানে কোনো উচ্চপর্যায়ের বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন না।
বিশ্লেষকদের মতে, এই বৈঠকগুলো প্রমাণ করছে ওয়াশিংটন ইসলামাবাদকে আবার কৌশলগতভাবে মূল্যায়ন করছে এবং দক্ষিণ এশিয়ায় নতুন ভারসাম্য তৈরির চেষ্টা করছে।
সূত্র: জিও নিউজ
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ স্ত্রীর দুর্নীতির মামলায় আদালতে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট
- ২ গাজায় তীব্র শীতে মারা যাচ্ছে শিশুরা, তবু ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল
- ৩ ভারতে ‘রন্ধনশিল্পের শহর’ লক্ষ্ণৌ, স্বীকৃতি দিলো ইউনেস্কো
- ৪ সোনায় সর্বোচ্চ রেকর্ড গড়লেও কমতে পারে তেলের দাম
- ৫ ইউরোপে বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থী, তালিকায় যেসব দেশ