ইসরায়েলের সঙ্গে ফুটবল ম্যাচ খেলায় ইতালিতে ব্যাপক বিক্ষোভ
ইতালিতে ব্যাপক বিক্ষোভ/ ছবি : আনাদোলু এজেন্সি
ইতালি বনাম ইসরায়েল বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বের ম্যাচ খেলাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৪ অক্টোবর) ইতালির উত্তর-পূর্বাঞ্চলীয় উদিনে শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজার হাজার মানুষের এ বিক্ষোভে স্টেডিয়ামের আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে এক হাজারের বেশি পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।
আল জাজিরার তথ্য মতে, ইতালি ও ইসরায়েলের মধ্যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হয় ব্লুএনার্জি স্টেডিয়ামে। ইসরায়েলি দল কে বয়কটের দাবি জানিয়ে আসা বিক্ষোভকারীরা এ ম্যাচে ইসরায়েলের বিরুদ্ধে যাতে ইতালি দল মাঠে না নামে তার আহ্বান জানিয়েছিল। যুদ্ধাপরাধের কারণে ইসরায়েলের বিপক্ষে ইতালি ফুটবল ফেডেরেশনের নিকট বিক্ষোভকারীরা এমন দাবি জানিয়েছিল।
এ দাবি উপেক্ষা করে ব্লুএনার্জি স্টেডিয়ামে ম্যাচ শুরুর হলে বিক্ষোভের ডাক দেয় কয়েকটি প্রো-ফিলিস্তিনি সংগঠন। এসময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ও সো ইসরায়েল দ্য রেড কার্ড লেখা ব্যানার হাতে নিয়ে গান ও নাচের মাধ্যমে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করে। প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হলেও শেষদিকে কিছু বিক্ষোভকারী পাথর ছোড়ার পর পুলিশও জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে।
তবে মাঠের খেলায় ইতালি ৩–০ গোলে জয় পায়। মাতেও রেতেগুই দুটি গোল করেন, এবং জিয়ানলুকা মানচিনি তৃতীয় গোলটি করেন। এর ফলে ইতালি অন্তত প্লে-অফ পর্বে জায়গা নিশ্চিত করেছে।
এদিকে নরওয়ের ফুটবল অ্যাসোসিয়েশন ইসরায়েলি দলের উপস্থিতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ইসরায়েলি বাহিনীর হামলায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার আহত হয়েছেন বলে তথ্য প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইউনিসেফের তথ্য মতে, এ যুদ্ধে ২০ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪২ হাজারের বেশি শিশু; যাদের মধ্যে অন্তত ২১ হাজার শিশু স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে।
কেএম