ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে গোপন তথ্য ফাঁসের অভিযোগ
ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে গোপন তথ্য ফাঁসের অভিযোগ/ প্রতীকী ছবি
গোপন তথ্য ফাঁস ও গোপন নথি সাংবাদিকদের কাছে পাঠানোর অভিযোগে অভিযুক্ত হতে যাচ্ছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের এক রিজার্ভ কর্মকর্তা। শুক্রবার (১৭ অক্টোবর) ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট।
পুলিশের তথ্য মতে, নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা শিন বেতেরে একটি ইউনিটের ডেপুটি প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। অভিযুক্ত কর্মকর্তা সাংবাদিক আমিত সেগাল ও শিরিত আভিতান-কোহেন, পাশাপাশি সংসদ সদস্য আমিখাই চিকলির কাছে গোপন তথ্য পাঠিয়েছিলেন। অভিযোগ গঠনের আগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানি অনুষ্ঠিত হবে।
তবে ঘটনার পর এমপি আমিখাই চিকলি অভিযুক্ত কর্মকর্তাকে ‘হুইসলব্লোয়ার’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
চিকলির দল লিকুদ পার্টিও কর্মকর্তার পক্ষ নিয়ে জানায়, রোনেন বার-এর নেতৃত্বে শিন বেত রাজনৈতিক সংস্থায় পরিণত হয়েছে। তাই ওই কর্মকর্তা তথ্য প্রকাশ করেছিলেন। এরপর তাকে গ্রেপ্তার করে সংস্থার বেসমেন্টে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি মন্তব্য না করলেও লিকুদ পার্টির দেওয়া বিবৃতির রিটুইট করেছেন।
অভিযুক্ত কর্মকর্তার পক্ষে আইনজীবী ওরি কোরব, সিভান রুসো ও নোই কাটজ এক বিবৃতিতে জানান, আমাদের ক্লায়েন্ট জনস্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। কিন্তু তিনি এমন কোনো গোপন নথি দেননি যা রাষ্ট্রের নিরাপত্তা্র জন্য হুমকি হতে পারে।
কেএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ডাকাতির পর ল্যুভর জাদুঘরে এবার পানি পড়ে নষ্ট কয়েকশ মিশরীয় শিল্পকর্ম
- ২ থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত, ঝুঁকিতে ট্রাম্পের শান্তিচুক্তি
- ৩ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ ডিসেম্বর ২০২৫
- ৪ মুখোমুখি চীন ও জাপানের যুদ্ধবিমান, ‘রাডার লক’ নিয়ে তীব্র উত্তেজনা
- ৫ উগান্ডায় নির্বাচনী প্রচারকালে বিরোধী নেতাকে মারধর