আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (বামে) সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (ডানে)
আগামী মাসে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে যাবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সফরকালে তিনি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সৌদি সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
সূত্রটি জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী ১৭ নভেম্বর ওয়াশিংটনে পৌঁছাবেন ও পরদিন, অর্থাৎ ১৮ নভেম্বর, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। তবে ওই সূত্র নাম প্রকাশে অনিচ্ছুক থেকে বলেন, সফরের বিস্তারিত কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।
ওয়াশিংটনে এই সফরকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: এএফপি
এসএএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্লেন দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী নিহত, মহারাষ্ট্রে তিনদিনের শোক ঘোষণা
- ২ চলতি সপ্তাহেই ইরানে ‘নিখুঁত হামলা’ চালাতে পারে যুক্তরাষ্ট্র: সূত্র
- ৩ ২৭ লাখ কোটি ডলারের বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলো ভারত-ইইউ
- ৪ মিনিয়াপোলিসে ‘উত্তেজনা কমানোর’ ঘোষণা ট্রাম্পের
- ৫ লিবিয়া সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র-ফ্রান্সের ২৫ বছরের তেল চুক্তি