ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আয়ারল্যান্ডে অভিবাসনবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৩৫ এএম, ২২ অক্টোবর ২০২৫

আয়ারল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ডাবলিনে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে এক অভিবাসনপ্রার্থীকে গ্রেফতার করার পর এই সহিংসতা শুরু হয়। বিক্ষোভকারীরা বোতল ও আতশবাজি নিক্ষেপ করে পুলিশের দিকে আক্রমণ চালিয়েছে বলে আল-জাজিরার খবরে বলা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ২৬ বছর বয়সী এক ব্যক্তি শহরের দক্ষিণ-পশ্চিমে সিটি ওয়েস্ট হোটেলের প্রাঙ্গণে ১০ বছর বয়সী এক মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হন। ওই হোটেলটি বর্তমানে অভিবাসন আশ্রয়প্রার্থীদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে পুলিশ ওই ব্যাক্তির জাতীয়তা প্রকাশ করেনি।

বিক্ষোভকারীরা হোটেল সংলগ্ন এলাকায় জড়ো হয়ে ‘আইরিস লাইভস ম্যাটারস’ লেখা ব্যানার নিয়ে ‘গেট দেম আউট’ শিরোনামে শ্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে একটি পুলিশ ভ্যানে আগুন দেওয়া হয় এবং পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে ভিড় ছত্রভঙ্গ করে।

আয়ারল্যান্ডের জাস্টিস মিনিস্টার জিম ও’ক্যালাহান বলেন, সমাজে বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে কোনো অপরাধকে ব্যবহার করা অগ্রহণযোগ্য এবং এর জবাব কঠোরভাবে দেওয়া হবে।

এর আগে প্রধানমন্ত্রী মিশেল মার্টিন ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করেন।

এই ঘটনার প্রায় দুই বছর আগে ২০২৩ সালের নভেম্বরে ডাবলিন শহরের কেন্দ্রে ছুরিকাঘাতের ঘটনার পরও অভিবাসনবিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে।

বিশ্লেষকরা বলছেন, যদিও আয়ারল্যান্ডে সংসদে কোনো চরম-ডানপন্থী দল নেই, তবুও সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে, বিশেষ করে আয়ারল্যান্ড ও যুক্তরাজ্য জুড়ে।

কেএম