যুক্তরাজ্যের সন্ত্রাসী সংগঠনের তালিকায় নেই হায়াত তাহরির আল-শামের নাম
যুক্তরাজ্যের সন্ত্রাসী সংগঠনের তালিকায় নেই হায়াত তাহরির আল-শামের নাম/ ফাইল ছবি
হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)কে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাজ্য সরকার। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতেই যুক্তরাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
যুক্তরাজ্যের হোম অফিস এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপ সন্ত্রাসবিরোধী সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা এবং সিরিয়ায় অবশিষ্ট রাসায়নিক অস্ত্র ধ্বংসে যুক্তরাজ্যের প্রচেষ্টাকে সহায়তা করবে।সন্ত্রাস দমন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সিরিয়াকে নতুন সরকারের কার্যক্রমের ওপর ভিত্তি করে মূল্যায়ন করবে যুক্তরাজ্য।
২০১৭ সালে আল-কায়েদার সহযোগী হিসেবে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত হয়েছিল এইচটিএস। তবে সংগঠনটি সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে বাশার আল-আসাদের অন্যতম বড় প্রতিপক্ষ হিসবে যুদ্ধ করেছে। আসাদ পতনের পর নতুন সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়াতে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সরকার জানায়, এইচটিএস কে তালিকা থেকে সরানো হলে সিরিয়ায় দায়েশবিরোধী কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি পাবে এবং যুক্তরাজ্যের নিরাপত্তা ঝুঁকি কমবে।
নতুন প্রেসিডেন্ট শারার রাসায়নিক অস্ত্র কর্মসূচি ধ্বংসের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। বর্তমানে যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ দমন আইন ২০০০ অনুযায়ী তালিকায় এখনও ৮৩টি সংগঠন সন্ত্রাসী হিসেবে লিপিবদ্ধ রয়েছে।
উল্লেখ্য, চলতি বছর যুক্তরাষ্ট্র তাদের বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে এইচটিএস সংগঠনকে বাদ দিয়েছে।
কেএম