ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে নৌকাডুবি: নারী-শিশুসহ ৭ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছে ভূমধ্যসাগরে একটি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ সাত অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।

ইতালীয় কোস্টগার্ড জানিয়েছে, গত ১৭ অক্টোবর নৌকাটি ডুবে যাওয়ার পর টানা কয়েকদিন ধরে উদ্ধার অভিযান চালিয়ে তারা একজন পুরুষ, পাঁচজন নারী এবং এক শিশুর মরদেহ উদ্ধার করে।

তবে নিহত অভিবাসনপ্রত্যাশীদের পরিচয় ও জাতীয়তা সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন>>
ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৩ অভিবাসনপ্রত্যাশী নিহত, নিখোঁজ বহু
ভূমধ্যসাগর থেকে নারী-শিশুসহ ৮৫ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
ভূমধ্যসাগর থেকে ৩০ বাংলাদেশিসহ উদ্ধার ৫১, নিহত ১০

কোস্টগার্ড আরও জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার ও অনুসন্ধান কাজে বেগ পেতে হয়েছে। উদ্ধারকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে কয়েক দফা উদ্ধারকাজ বন্ধও রাখতে হয়েছে।

গত ১৭ অক্টোবর রাতে লাম্পেদুসার উপকূলে এসে ডুবে যায় অভিবাসনপ্রত্যাশীবাহী নৌকাটি। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করার কথা জানায় দেশটির কোস্টগার্ডের সদস্যরা। নৌকাটিতে ৩০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী ছিলেন।

অভিযানে ১১ জন অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। তাদের মধ্যে চারজন শিশু ছিলেন। ওই চার শিশু একা নৌকায় উঠেছিল, তাদের সঙ্গে কোনো অভিভাবক ছিলেন না। সেদিন সন্তানসম্ভবা এক নারীর মরদেহও উদ্ধার করেছিল কোস্টগার্ড।

১৯ অক্টোবর জাতিসংঘের শিশু অধিকারবিষয়ক সংস্থা ইউনিসেফের ইতালি প্রতিনিধি নিকোলা দেল’আর্চিপ্রেতে জানিয়েছেন, সমুদ্রে দুই দিন ভেসে থাকার পর নৌকাটি শুক্রবার (১৭ অক্টোবর) ডুবে যায়। জীবিত উদ্ধার হওয়া ১১ জন অভিবাসনপ্রত্যাশীর সঙ্গে ওই মরদেহটিও লাম্পেদুসায় নিয়ে আসা হয়েছে।

এদিকে, অভিবাসীদের উদ্ধারে কাজ করা এনজিও ‘অ্যালার্ম ফোন’ জানিয়েছে, তারা ইতালি ও মাল্টার কর্তৃপক্ষকে বিপদে পড়া নৌকাটির বিষয়ে সতর্ক করেছিল। কিন্তু উদ্ধারকাজ শুরু করতে দেরি হয়েছে।

সংস্থাটি এক্স প্ল্যাটফর্মে লিখেছে, তারা কোনো পদক্ষেপ নেয়নি... আরেকটি দলকে ইচ্ছাকৃতভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমরা আমাদের ক্ষোভও প্রকাশ করতে পারছি না।

টিউনিসিয়ার উপকূল থেকে লাম্পেদুসার দূরত্ব মাত্র ১৪৫ কিলোমিটার। উত্তর আফ্রিকার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীদের কাছে অন্যতম গন্তব্য এই লাম্পেদুসা।

জাতিসংঘের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৩২ হাজার ৭০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস
কেএএ/